গিলের ডাবল সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়, শুরুতেই চাপে ইংল্যান্ড
Published: 4th, July 2025 GMT
বার্মিংহ্যামের আকাশে ভাসছিল সূর্যের আলো। কিন্তু ইংল্যান্ডের ওপর নেমে এসেছিল রানের মেঘলা পাহাড়। শুভমান গিলের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ভারতের করা ৫৮৭ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। ভারতের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৫১০ রানে।
ইনিংসের শুরুতেই যেন ছন্দ হারায় ইংল্যান্ড। মাত্র তৃতীয় ওভারেই আকাশ দীপ তুলে নেন বেন ডাকেট ও ওলি পোপকে। দুজনই ফেরেন রানের খাতা না খুলেই। এরপর মোহাম্মদ সিরাজের শিকার হন জ্যাক ক্রাউলি। যিনি করেন ১৯ রান।
এরপর মাঠে নামেন অভিজ্ঞ জো রুট ও উদীয়মান হ্যারি ব্রুক, যাদের ব্যাটেই টিকে আছে ইংল্যান্ডের আশার আলো। রুট ১৮ ও ব্রুক ৩০ রানে অপরাজিত রয়েছেন। তারা আজ শুক্রবার বিকেলে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
আরো পড়ুন:
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভাস্বর গিল
গিলের সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ
তবে দিনের নায়ক একটিই নাম শুভমান গিল। ব্যাট হাতে একার হাতে রচনা করেছেন ইতিহাস। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে তিনিই প্রথম যিনি করলেন টেস্ট ডাবল সেঞ্চুরি।
শুধু রেকর্ডই নয়, এই ইনিংস গড়ে দিয়েছে এক নান্দনিক মহাকাব্য। ৩৮৭ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৩০টি চার ও ৩টি ছক্কা। থেমেছেন ২৬৯ রানে। অল্পের জন্য বঞ্চিত হয়েছেন ট্রিপল সেঞ্চুরি থেকে।
তার আগে সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি মিস করেছেন দুই সঙ্গী যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজা (৮৯)। তবু, দলগত প্রচেষ্টায় ১৫১ ওভার লম্বা ইনিংসে ভারত গড়ে তোলে ৫৮৭ রানের পাহাড়।
বল হাতে ইংল্যান্ডের শোয়াইব বশির ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও জশ টাঙ।
এখন সব চোখ ইংলিশ ব্যাটিং লাইনআপে। রুট ও ব্রুকের কাঁধে ভর দিয়েই টিকে থাকার লড়াই চালিয়ে যাবে ইংল্যান্ড। কিন্তু প্রশ্ন একটাই। ভারতের রান পাহাড় টপকে তারা কি লিড নিতে পারবে?
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড বল স ঞ চ র
এছাড়াও পড়ুন:
যুবলীগ নেতাকে ধরতে ভবন ঘেরাও, ফোনে বললেন—‘আমি অনেক দূরে’
রাজশাহীর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা যুবলীগের এক নেতাকে ধরতে একটি ভবন ঘেরাও করেছিলেন। পরে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখন যুবদলের এক নেতাকে ফোন করে সেই যুবলীগ নেতা বললেন, তিনি অনেক দূরে। তাঁকে খুঁজে লাভ হবে না। এরপর অভিযান স্থগিত করা হয়।
যুবলীগের এই নেতার নাম তৌরিদ আল মাসুদ ওরফে রনি। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পতনের দিনই আত্মগোপনে চলে যান তিনি। জানা গেছে, এরই মধ্যে তিনি দেশত্যাগও করেছেন।
তৌরিদ আল মাসুদের অবস্থানের খবরে আজ বুধবার দুপুরে নগরের পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ঘেরাও করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা। পরে খবর পেয়ে পুলিশের একটি দলও ভবনটিতে গিয়ে তল্লাশি শুরু করে। এ সময় জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ওরফে ডিকোকে ফোন করেন ওই যুবলীগ নেতা। তিনি বলেন, ‘ডিকো ভাই, আপনারা এত কষ্ট করে অভিযান করছেন। আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না। ঠিক সময়মতো আমি নিজেই আত্মসমর্পণ করব, ধরা দেব।’
এরপর এই দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়।
যুবলীগ নেতার এই ফোনের পর অভিযান শেষ হয়। নেতা–কর্মীরাও ভবনের সামনে থেকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে যুবদলের নেতা ফয়সাল সরকার বলেন, ‘এইমাত্র সে আমাকে ফোন করেছিল। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এখানে আছেন। বুঝতে পারলাম, এই বাড়িতে অভিযান হওয়ায় সে খুব কষ্ট পাচ্ছে।’
ঘটনার পর সন্ধ্যায় যুবলীগের নেতা তৌরিদ আল মাসুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। তিনি জানান, সরকার পতনের তিন থেকে চার মাস পর তিনি দেশের বাইরে চলে গেছেন। তৌরিদ আল মাসুদ বলেন, ‘এরা কোনো দিন সামনে আসার সাহস পায়নি। এখন ফাঁকা মাঠে না জেনেশুনে অযথা একটি বাড়ি এভাবে ঘেরাও করেছে।’ তিনি বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা ও নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন যেদিন বলবেন, সেদিনই দেশে ফিরব। যদি অন্যায় করে থাকি, সুশাসন ফিরলে শাস্তি হবে। অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে দেখা হবে।’