পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
Published: 4th, July 2025 GMT
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন শমীক ভট্টাচার্য। বিজেপির কেন্দ্রীয় কমিটি তাঁকে রাজ্য বিজেপির সভাপতির আসনে বসিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার সায়েন্সসিটির ময়দানে আয়োজিত এক কর্মিসভায় বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ উপস্থিত থেকে শমীক ভট্টাচার্যের হাতে তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি নিয়োগের সনদ।
এই সনদ পেয়ে এবং আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচনের কথা মাথায় রেখে কিছুটা হলেও বদলে যান শমীক ভট্টাচার্য। এতদিন যে বিজেপি হিন্দুত্ব নিয়ে মাঠ গরম রেখেছেন, সেই বিজেপির নতুন রাজ্য সভাপতি সুর কিছুটা বদলে বললেন, ‘আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই। মুসলিমদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়। আমাদের যুদ্ধ তাদের যে ছেলেটা পাথর ছুড়ছে, সেই পাথরটা সরিয়ে বই ধরিয়ে দেওয়ার। আমাদের যুদ্ধ, যে ছেলেটা তলোয়ার হাতে তুলে নিয়ে অশান্তি বাধায়, তার হাত থেকে তলোয়ার সরিয়ে কলম ধরানোর। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন এবং মহররমের তাজিয়া মিছিল একসঙ্গে বেরোবে।’
শমীক ভট্টাচার্য বলেন, ‘আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন না, দিতে হবে না। কিন্তু গত তিন বছরে যত রাজনৈতিক খুন হয়েছে, তার ৯০ শতাংশ মুসলিম। তৃণমূল এই রাজ্যে যে সমাজ তৈরি করেছে, তাতে মারা যাচ্ছে মুসলিম, মারছেও মুসলিম।’
বিজেপি হিন্দুত্বের তাস নিয়ে রাজনৈতিক ময়দানে নামার ফলে মুসলিমরা যে আরও এককাট্টা হয়ে গেছে, সেটা হয়তো বিজেপি অনুধাবন করে সুর কিছুটা হলেও বদলে দিয়েছে। তাই হিন্দুত্বের পথে এবার ভারসাম্য রাখতে অনেকটা সুর বদলে দিয়েছেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীক অবশ্য এ কথাও বলেছেন, ‘হিন্দুত্ব একটা বহমানতা। হিন্দু শব্দের মধ্যেই রয়েছে বহুত্ববাদী আদর্শ।’
শমীক ভট্টাচার্য এই রাজ্য থেকে তৃণমূলকে হারাতে দলীয় পতাকা ছাড়া সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান। তিনি বাম-কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তৃণমূলকে হারাতে চাইলে আসুন। কয়েক দিন নিজেদের পতাকা আলমারির ওপর তুলে রাখুন। আগে তৃণমূলকে হারান, তারপর যে যার মতো পথ বেছে নিন।’
শমীকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হতে চায়। তবে হিন্দু মুসলিম ভাগ করে তৃণমূলকে সাহায্য করছে বিজেপি।
অন্যদিকে কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী বলেছেন, আজ হঠাৎ করে শমীক ভট্টাচার্যের বহুত্ববাদের কথা মনে পড়ে গেল? তবে কি হিন্দু ভোট নিয়ে বিজেপির ভরসায় চিড় ধরল?
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আগামী বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান আফিদা
গত ম্যাচেই মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার (৫ জুলাই) মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। জয়-পরাজয়ের হিসাবের চেয়ে ম্যাচটি তাই হয়ে উঠেছে শুধুই নিয়মরক্ষার। তবে বাংলাদেশের ক্যাম্পে কোনোভাবেই গুরুত্ব হারায়নি এই ম্যাচ। এই ম্যাচের আগে দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। অধিনায়ক আফিদা খন্দকার তো স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার।
বাফুফের পাঠানো ভিডিওবার্তায় আফিদা বলেছেন, ‘আনন্দ তো বলে বোঝানোর মতো না, এতোটা আনন্দ। বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। এটা খুবই আনন্দের। আমরা গর্ব করছি যে দেশের মানুষ আমাদের এতো সমর্থন করেছে এটার জন্য। এজন্য খুবই ভালো লাগছে। দলের পরিস্থিতি খুব ভালো। সবাই ফুরফুরে মেজাজে আমরা আজ ট্রেনিং করেছি।’
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। আফিদার স্বপ্ন আরও বড় কিছুর, ‘আগামীকাল আমাদের শেষ ম্যাচ। এই ম্যাচে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই সমর্থন জারি রাখবেন। যেন আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি। দলকে আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। সামনে যেহেতু এই সুযোগটা আসছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’