গাজীপুরে তুরাগ নদে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
Published: 4th, July 2025 GMT
গাজীপুর সদর উপজেলার মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রিয়াজুল গাজীপুরের হাটখোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত ও স্থানীয় মণিপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়।
স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ১০ থেকে ১২ জন বন্ধুর সঙ্গে মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখায় গোসল করতে নামে রিয়াজুল। একপর্যায়ে স্রোতে ডুবে যায় সে। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৯টার দিকে নদ থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নোবিপ্রবিতে পূবালী ব্যাংকের অ্যাম্বুলেন্স উপহার
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী নোবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের নোয়াখালী অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
এ সময় নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/সাইফ