‘কিল বিল’ অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন
Published: 4th, July 2025 GMT
হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। অভিনেতার বয়স হয়েছিল ৬৭ বছর। গতকাল বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মালিবুর নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র। খবর এএফপির
কোয়েন্টিন টারান্টিনোর ছবিতে কাজ করে পরিচিতি পান মাইকেল ম্যাডসেন। তাঁর ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তাঁর শূন্যতা বহু মানুষ অনুভব করবে।’
১৯৯২ সালের ক্রাইম থ্রিলার ‘রেজারভোয়ার ডগ্স’-এর ‘মিস্টার ব্লন্ড’ ও ‘কিল বিল’-এ ‘বাড’ চরিত্রের জন্যই সিনেমাপ্রেমীরা মনে রেখেছেন তাঁকে। দুই সিনেমারই নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। এ ছাড়া এই নির্মাতার ‘দ্য হেটফুল এইট’ ও ‘ওয়ান্স আপন আ টাইম.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।