আজ থেকে ২৪৯ বছর আগে এই দিনে শোষণের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেন (ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স) তৎকালীন ১৩টি ব্রিটিশ উপনিবেশের প্রতিনিধিরা, জন্ম হয় এক নতুন রাষ্ট্রের। সময়ের পরিক্রমায় তারাই আজকের পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে।

বলছি যুক্তরাষ্ট্রের কথা। ১৭৭৬ সালের ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক বৈঠকে তৎকালীন ১৩টি ব্রিটিশ উপনিবেশের প্রতিনিধিরা একজোট হয়ে ঘোষণা করলেন, তাঁদের স্বাধীনতা চাই। এ ঘোষণাপত্র শুধু একটি কাগজ ছিল না; বরং ছিল একটি জাতির আত্মপরিচয় প্রকাশের সূচনা। ইতিহাসের পাতায় ওই ঘোষণাপত্র ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ নামে পরিচিত।

মার্কিনরা বিপুল উৎসব আয়োজনে ৪ জুলাই নিজেদের স্বাধীনতা দিবস পালন করেন। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, আতশবাজি, প্যারেড, বারবিকিউ পার্টি আর দেশাত্মবোধক গানে-স্লোগানে দিনটি উদ্যাপন করা হয়। আয়োজনে কোনো কিছুর কমতি থাকে না।

তবে ৪ জুলাই মার্কিনদের জন্য শুধু স্বাধীনতা উদ্যাপনের দিন নয়; বরং পরবর্তী সময়ে স্বাধীনতার এ ঘোষণাপত্র ঘিরে দ্বন্দ্ব আর প্রতিজ্ঞার ইতিহাসের কারণে অনেক মার্কিন দিনটিকে আত্মসমালোচনার দিনও মনে করেন।

যেখান থেকে জ্বলে ওঠে বিপ্লবের আগুন

১৭৭৫ সালের দিকে আটলান্টিক উপকূলে উত্তর আমেরিকায় উপনিবেশগুলোতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল ক্ষোভ জন্ম নিতে শুরু করে। কর আরোপে অনিয়ম, ব্রিটিশ সরকারে উপনিবেশগুলো থেকে কোনো প্রতিনিধি না থাকা, ব্রিটিশ সেনাদের দমনমূলক উপস্থিতি—সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে।

সেই ছেলেবেলা থেকে তেমুজিনকে নিয়ে জানাশোনা। আমার পরিণত ভ্রমণপ্রেম তাই সংগত কারণেই তাঁর ভূখণ্ড দেখার জন্য ব্যাকুল হবেই। কিন্তু পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছিল। ভাবলাম, আবার চেষ্টা করি।

‘প্রতিনিধিত্ব ছাড়া কর আদায় নয়’ স্লোগানে মুখর হয় তখনকার বোস্টন থেকে ভার্জিনিয়া। উপনিবেশবাসীর দাবি, প্রতিনিধি না থাকায় তাঁরা ব্রিটিশ আইন ও করনীতি প্রণয়নে কোনো মতামত দিতে পারেন না। তাঁদের ওপর ইচ্ছেমতো করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যা অন্যায়।

উপনিবেশগুলোতে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে যখন ক্ষোভ দানা বাঁধছে, সে সময়ে ১৭৭৫ সালের এপ্রিল মাসে লেক্সিংটন ও কনকর্ডে ব্রিটিশ সরকারের পাঠানো সৈন্য দলের সঙ্গে আমেরিকার মিলিশিয়াদের রক্তক্ষয়ী সংঘাত হয়। সেখান থেকেই সূচনা হয় এক গণ-অভ্যুত্থানের, অল্প দিনের মধ্যে যা স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়।

টমাস জেফারসনের হাতে লেখা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের (ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স) খসড়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র স ব ধ নত উপন ব শ

এছাড়াও পড়ুন:

সোনার দামে নতুন ইতিহাস

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, যা চলতি মাসে ষষ্ঠবারের মতো বৃদ্ধি। বুধবার থেকে ভরিতে ২,৬১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম দাঁড়াবে ২,১৬,৩৩২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুস এই ঘোষণা দিয়েছে। দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধিকে দায়ী করেছে। ২৬ মাস আগে সোনার দাম ছিল ১ লাখ টাকা ভরি। রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ