যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
Published: 4th, July 2025 GMT
যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিশকাত রহমান সুলতান ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে। সে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের মা সেলিনা বেগম জানিয়েছেন, স্কুল বন্ধ থাকায় সুলতানসহ তারা কয়েকজন বন্ধু মিলে কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা করছিল। খেলার একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলাকালে বজ্রপাতে সুলতান আহত অবস্থায় মাঠে পড়ে ছিল।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আফসানা জানান, বজ্রপাতের কারণে সুলতানের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু স্থান ঝলসে গেছে।
ঢাকা/রিটন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন