গ্রেনাডার সবুজ উইকেটে টস জিতে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। শুরুটা যেমন ছিল আশাব্যঞ্জক, তেমনি হঠাৎই এক পর্যায়ে তারা যেন হারিয়ে ফেলে পথ। তাতে মাত্র ৬৬.৫ ওভারেই অলআউট ২৮৭ রানে। তবে আরও বিপর্যয় এড়াতে আজ আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আলেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টার।
উসমান খাজা ও স্যাম কনস্টাস শুরুটা ভালো করেছিলেন। তুলেছিলেন ১০ ওভারে ৪৭ রান। কিন্তু এরপর ক্যারিবীয় পেসারদের আগুনে স্পেলে ধস নামে অজিদের ব্যাটিংয়ে। মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান খাজা, কনস্টাস ও স্টিভ স্মিথ। তিন সিনিয়র ক্রিকেটারই ব্যর্থ।
খাজা ফেরেন এলবিডব্লিউ হয়ে (১৬), কনস্টাস ক্যাচ দিয়ে (২৫), আর স্মিথ যান শূন্য রানে টপ এজ হয়ে। স্কোরবোর্ডে হঠাৎই দেখা দেয় ৫০/৩।
আরো পড়ুন:
গিলের ডাবল সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়, শুরুতেই চাপে ইংল্যান্ড
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভাস্বর গিল
ক্যামেরন গ্রিন (২৬) আর ট্র্যাভিস হেড (২৯) একটু ভরসা দিলেও বেশিদূর যেতে পারেননি। ১১০ রানে ৫ উইকেট হারিয়ে অজিরা ছিল ছিন্নভিন্ন। ঠিক তখনই ব্যাট হাতে জুটি বাঁধেন ক্যারি ও ওয়েবস্টার। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ১১২ রান।
ক্যারি ৮১ বলে করেন ৬৩ রান (১০ চার, ১ ছক্কা), আর ওয়েবস্টার লড়াকু ইনিংসে করেন ৬০ রান (১১৫ বল, ৬ চার, ১ ছক্কা)। তবে বাকি ব্যাটারদের আর কেউ দাঁড়াতে পারেননি। কামিন্স ১৭, স্টার্ক ৬, লিয়ন ১১ রানে বিদায় নেন দ্রুত। তাতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৮৭ রানে, মাত্র ৬৭তম ওভারে। দিন শেষে বৃষ্টির কারণে আর খেলা হয়নি।
আলজারি জোসেফ ছিলেন ক্যারিবীয় বোলিংয়ের মূল মুখ। তিনি ৬১ রানে নেন ৪টি উইকেট। ৪৫ রানে ২টি উইকেট নেন জয়ডেন সিলস।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা