ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথের দিনক্ষণ চূড়ান্ত। লা লিগা ২০২৫–২৬ মৌসুমে আবার মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে এবারের লড়াই শুধু প্রতিপক্ষ নয়, রোমাঞ্চের ব্যপ্তিও বাড়াচ্ছে মাঠ, কোচিং স্টাফ আর নতুন স্কোয়াড গঠন।

লা লিগার সূচি অনুযায়ী, এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফিরতি লেগের উত্তাপ ছড়াবে আগামী ১০ মে বার্সার ঐতিহাসিক ভেন্যু ক্যাম্প ন্যুতে। যেখানে দুই বছর পর আবার ফিরছে ঘরোয়া ফুটবল।

গত মৌসুমে রিয়ালের জন্য এল ক্লাসিকো ছিল একরকম দুঃস্বপ্ন। চার ম্যাচেই বার্সার কাছে হেরেছিল তারা। সেই ক্ষত মুছতে এবার নতুন কোচ জাবি আলোনসোর অধীনে বদলে যাওয়ার শপথ নিয়েছে লস ব্লাঙ্কোস। অন্যদিকে হ্যান্সি ফ্লিকের বার্সা চায় নিজেদের শ্রেষ্ঠত্ব অটুট রাখতে। বিশেষ করে গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের পর।

আরো পড়ুন:

২০৩১ সাল পর্যন্ত বার্সায় ইয়ামাল, হলেন সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়

লেভানডোভস্কির শততম গোলে মৌসুম শেষ করলো চ্যাম্পিয়ন বার্সা

নতুন মৌসুম শুরু হচ্ছে ১৭ আগস্ট। সেদিন আলাদা ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বার্সা খেলবে ম্যায়োর্কারন বিপক্ষে। আর রিয়াল মুখোমুখি হবে ওসাসুনার।

এছাড়া, দলবদলের বাজারে এসেছে বেশ কিছু বড় চমক। যেগুলো দুই স্কোয়াডেই নতুন রূপ দিয়েছে। সব মিলিয়ে আসন্ন এল ক্লাসিকো কেবল ফলাফলের লড়াই নয়; পুরনো শত্রুতা, নতুন কৌশল আর মাঠে ফিরে আসা ঐতিহ্যের এক পরিপূর্ণ মহারণ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এল ক ল স ক

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ