তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারছিলেন না মিথিলা
Published: 4th, July 2025 GMT
তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার ভেঙে যাওয়ার সময় নিজেকে সামলে নিতে পারছিলেন না মিথিলা। সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের ভাঙাচোরা সময়ের কথা অকপটে বললেন এই অভিনেত্রী ও সমাজকর্মী।
বললেন, ২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করছিলাম। মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ তে বুঝলাম-এই সম্পর্কটা আর কাজ করবে না।"
তখন তিনি ছিলেন এক তরুণী মা, শিশুসন্তান কোলে। বয়স কম, অভিজ্ঞতা কম, কিন্তু দায়িত্ব পাহাড়সম। "আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়…"
সেই সংকটময় সময়ে নিজের অর্থনৈতিক স্বাধীনতাই তাকে আলো দেখিয়েছে মিথিলা বলেন, মেয়েদের নিজের একটা জায়গা থাকা জরুরি-সেটা বাবার বাড়ি নয়, শ্বশুরবাড়ি নয়, নিজের বাড়ি।
বিয়ের পরও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন মিথিলা। বললেন, তখন এতটা স্বাধীন ছিলেন না, যে একা বাচ্চা মানুষ করতে পারেন। তবুও লড়ে গেছেন-ভাঙা মন, একা জীবন আর অসমাপ্ত সম্পর্কের ছায়া বুকে নিয়ে।
একটা সময় ছিল, তারা ছিলেন পর্দার আদর্শ জুটি। "আমার গল্পে তুমি", "মিস্টার অ্যান্ড মিসেস", "ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম" নাটক হোক বা গান, তাহসান-মিথিলা মানেই ছিল ভালোবাসার এক কবিতা।
কিন্তু বাস্তব জীবনের কবিতা সবসময় ছন্দময় হয় না। কিছু সম্পর্ক শেষ হয়, কিন্তু থেকে যায় গল্প হয়ে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।