টর্নেডোর সামনে প্রেমিকাকে দিলেন বিয়ের প্রস্তাব
Published: 4th, July 2025 GMT
ঘন কালো মেঘে ঢেকে গেছে আকাশ, ধেয়ে আসছে বিশাল আকারের একটি টর্নেডো, সেটির সামনে হাঁটু গেড়ে বসে আংটি হাতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। দুহাতে মুখ চেপে ধরে অবিশ্বাসের চোখে সেদিকে তাকিয়ে আছেন প্রেমিকা।
অনলাইনে এমন একটি ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে; এ যেন ঝড়ের বুকে প্রেম! ছবিটি গত ২৮ জুন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় তোলা। হাঁটু গেড়ে বসে থাকা তরুণের নাম ব্রাইস শেলটন।
দুর্দান্ত এই ছবি কিন্তু হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। বরং কয়েক মাস ধরে প্রেমিকা পেইজ বার্ডোমাসকে বিয়ের প্রস্তাব দিতে উপযুক্ত পরিবেশ খুঁজছিলেন শেলটন।
শেলটন ও বার্ডোমাসের পরিচয় বছরখানেক আগে, দুজনই ‘স্টর্ম চেজিং’ করেন। অর্থাৎ, ঝড়ের পেছনে ছোটেন। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে এর চেয়ে ভালো পরিবেশ সম্ভবত শেলটনের কাছে আর কিছু হতে পারত না।
ব্র্যান্ডন কোপিক নামে আরেকজন ‘স্টর্ম চেজার’ ও আলোকচিত্রী ছবিটি তুলেছেন।
ছবিটি এরই মধ্যে এক্সে ১ কোটি ৭০ লাখের বেশিবার দেখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা আর বিস্ময় প্রকাশ করেছেন অগুনতি মানুষ।
একজন লিখেছেন, ‘সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক প্রস্তাব’।
আরেকজন লিখেছেন, ‘আমি স্টর্ম চেজার নই, এদের কাউকেই চিনি না, তবু এটা জীবনের সেরা ছবি। এই ছবিতে শক্তি আর আবেগ দুটোই স্পষ্ট।’
শেলটন বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে তিনি এই মুহূর্তের পরিকল্পনা করছিলেন। তাঁদের সাহস, সময় নির্বাচন আর নাটকীয়তা—সবকিছু মিলিয়ে এই ছবিটিকে অনেকেই বলছেন ‘ভয়ংকর সুন্দর’।
নিজের জীবনের গুরুত্বপূর্ণ ওই মুহূর্তের ছবি পরে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন পেইজ বার্ডোমাস।
টর্নেডোর তিনটি এবং অনামিকায় শেলটেনের আংটির একটি ছবি দিয়ে এই তরুণী লেখেন, ‘দিনটাকে আর কীভাবে ছাড়িয়ে যাওয়া সম্ভব! দক্ষিণ ডাকোটায় ভালোবাসার মানুষটির সঙ্গে এক অসাধারণ অভিজ্ঞতা হলো; আর এখন তিনি আমার বাগদত্তা! জীবনের সবচেয়ে মহাকাব্যিক উপায়ে প্রস্তাব দিল সে। তোমার সঙ্গে পুরো জীবন কাটানোর অপেক্ষায় আছি, @BryceShelton01’।
শেলটনের এই কাজ দেখে বাকিদের উৎসাহিত হওয়ার প্রবণতা নিয়ে স্থানীয় কর্মকর্তারা সতর্কবার্তা দিয়েছেন। তাঁরা ঝুঁকিপূর্ণ আবহাওয়ার এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য় র প রস ত ব প রস ত ব দ শ লটন
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক