পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গত মঙ্গলবার গভীর রাতে এ হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী। 

ইসলামাবাদের দাবি, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর ও তল্লাশিচৌকি গুঁড়িয়ে দিয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ২৫ মিনিট ধরে চলেছে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান। পাকিস্তানের ছয় স্থানে সব মিলিয়ে ২৫টি আঘাত হানে ভারতের ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ গেছে ‘৭০ সন্ত্রাসীর’। এই ছয় স্থান হলো– পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে, আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহর। ভারতের সেনাবাহিনী বলছে, তারা কোনো সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালায়নি। পাকিস্তানের জিও নিউজ জানায়, ভারতের হামলায় নিলম-ঝিলাম হাইড্রো পাওয়ার প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে জাতিসংঘের একটি দল।

ইসলামাবাদে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত আগ্রাসন চালিয়েছে; পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এটি জাতিসংঘ সনদের লঙ্ঘন। বিনা উস্কানিতে এ হামলা হয়েছে।

এ প্রেক্ষাপটে পাল্টা হামলার অঙ্গীকারের কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকার সামরিক বাহিনীকে ভারতের হামলার জবাব দেওয়ার অনুমতি দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘যুদ্ধের কাজ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এ হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে; উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। 

এই উত্তেজনাকর পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন জানায়, তিনি ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন। উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তানে হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চীন বলেছে, ভারতের সামরিক পদক্ষেপ হতাশাজনক; চলমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, জাপান, রাশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযত থাকতে বলেছে। 

গতকাল বুধবার ভারতজুড়ে বেসামরিক প্রতিরক্ষা মহড়া শুরুর আগে পাকিস্তানে এ হামলা হলো। এ ধরনের পরিস্থিতির আশঙ্কা করে আসছিল ইসলামাবাদ। হামলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (আজাদ কাশ্মীর) মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঞ্জাবেও একটি মসজিদে হামলা হয়। দিল্লি বলছে, জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ হয়েছে। ভারতে এ হামলার উদযাপন হলেও পাকিস্তানে বিক্ষোভ করে বিপুলসংখ্যক মানুষ। ইসলামাবাদের রাস্তায় গাড়িতে ট্যাঙ্ক বহনের দৃশ্য দেখা গেছে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীর গুলিতে ২৬ পর্যটক নিহত হন। এ ঘটনায় ইসলামাবাদ জড়িত বলে অভিযোগ করে নয়াদিল্লি। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে। হামলার জেরে সিন্ধুর পানিচুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধ রাখাসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। এবার তারা পাকিস্তানে হামলা চালাল। এর আগে ২০১৬ সালে আজাদ কাশ্মীরে সীমিত পরিসরে বিমান হামলা চালিয়েছিল ভারত।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, ভাওয়ালপুরে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের প্রধান কার্যালয়, মুরিদকে শহরে পাকিস্তানভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়্যেবার প্রধান কার্যালয়সহ বিভিন্ন আস্তানায় হামলা চালিয়েছে নয়াদিল্লি। এর আগে পেহেলগামে হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের সংগঠন। ধারণা করা হয়, এটি লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সম্পর্কযুক্ত।

হামলা প্রসঙ্গে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী মঙ্গলবার গভীর রাতে গণমাধ্যমে বলেন, ‘কিছুক্ষণ আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহান মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদের অন্তত তিন স্থানে বিমান হামলা চালিয়েছে।’ পরে অন্য এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার কথাও পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। তিনি জানান, ভারতের আকাশসীমা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এর জবাব দিচ্ছে সামরিক বাহিনী। ভারত ‘আগুন নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। 
হামলায় পাকিস্তানের সশস্ত্র সংগঠন জইশ-ই-মুহাম্মদের শীর্ষ নেতা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। প্রাণ গেছে তাঁর বড় বোন, শ্যালক, ভাগিনা-ভাগিনির। গতকাল বুধবার এক বিবৃতিতে মাসুদ আজহার জানান, নিরপরাধ শিশু, অবিবাহিত নারী ও বয়স্কদের টার্গেট করা হয়েছে। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানান। পরে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে। রয়টার্স জানায়, ভূপাতিত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে তিনটি রাফায়েল, একটি রাশিয়ান এসইউ-৩০ ও আরেকটি মিগ-২৯। ভারত তিনটি বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। এটি কয়েক দশকের মধ্যে ভারতের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি।

ভারতের হামলা নিয়ে গতকাল ভোরে ব্রিফ করেন পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি জানান, পাকিস্তানে হামলায় ভারত বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করেছে। আজাদ কাশ্মীরের ভাওয়ালপুরের আহমেদপুর ইস্টের সুবহান মসজিদে হামলা হয়েছে। সেখানে চারটি হামলা করা হয়। এতে পাঁচ পাকিস্তানি নিহত হন। নিহতদের মধ্যে তিন বছরের এক কন্যাশিশু রয়েছে। আহত হন ৩১ জন বেসামরিক নাগরিক। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে জানিয়ে আহমেদ শরিফ চৌধুরী বলেন, সেখানে সাত দফায় হামলা হয়। এতে একটি মসজিদ ধ্বংস ও এক কন্যাশিশু আহত হয়।

তিনি জানান, এ অঞ্চলের আরেক শহর কোটলির আব্বাত মসজিদে হামলা হয়েছে। সেখানে পাঁচটি বিস্ফোরণ ঘটে। এতে দু’জন নিহত হন, যাদের মধ্যে ১৬ বছরের এক কিশোরী ও ১৮ বছরের এক তরুণ রয়েছে। এক নারী ও তাঁর শিশুকন্যা আহত হয়েছে। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানান, পাঞ্জাবের মুরিদক শহরের উমালকুরা মসজিদে চার দফা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানে একজন নিহত এবং আরেকজন আহত হন। এ জায়গায় দুই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। 

পাঞ্জাব প্রদেশের আরেক জেলা শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট ও আরেকটি খোলা মাঠে পড়ে। তাতে কেউ হতাহত হয়নি। এ অঞ্চলের শাখারগড়ে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে একটি ওষুধের দোকানে সামান্য ক্ষতি হয়েছে। 

আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের বিলাল মসজিদে হামলা প্রসঙ্গে স্থানীয় মোহাম্মদ ওয়াহিদ বলেন, ‘প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে। দৌড়ে রাস্তায় বের হই। সেখানে দেখি অন্যরাও জড়ো হয়েছে। আমরা তখনও বুঝে উঠতে পারিনি কী হচ্ছে। এর মধ্যেই আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এলাকাজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দেয়।’ তিনি জানান, ডজনখানেক মানুষ আহত হয়েছেন। তাদের প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়াহিদ জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছিলেন। কিন্তু তিনি বুঝে উঠতে পারছিলেন না, মসজিদকে কেন হামলার লক্ষ্যবস্তু করা হলো। তিনি বলেন, ‘এটি তো সাধারণ একটা মসজিদ। এখানে আমরা দিনে পাঁচবার নামাজ পড়তাম। আমরা এ মসজিদ ঘিরে কখনও সন্দেহজনক কিছু দেখিনি।’

পাকিস্তানে হামলার প্রেক্ষাপটে গতকাল ভারতের জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অংশ নেন। পরে অমিত শাহ এক এক্স পোস্টে পাকিস্তানে হামলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘পেহেলগামে আমাদের নিরপরাধ ভাইদের নির্মম হত্যাকাণ্ডে ভারতের জবাব অপারেশন সিঁদুর।’ এদিকে সংঘাতের প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে। দরপতন হয়েছে রুপির। 

বিমানবন্দর বন্ধ

বুধবার ভোর থেকে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সংঘাতময় পরিস্থিতিতে ফ্লাইট-সংক্রান্ত সিদ্ধান্ত বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেটের মতো সংস্থাগুলো ‘যাত্রীর সুবিধার্থে’ এসব বিবৃতি দিয়েছে।

অপরদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবিসি জানায়, দেশটিতে ভারত হামলা চালানোর পর পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার সময় এমন ঘোষণা এলো। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আজ দ ক শ ম র র ম জ ফফর ব দ ইসল ম ব দ পর স থ ত মন ত র ত হয় ছ কর ছ ন র একট মসজ দ গতক ল আহম দ

এছাড়াও পড়ুন:

ভূপাতিত করা ২৫ ড্রোন ইসরায়েলের তৈরি: পাকিস্তান আইএসপিআর

পাকিস্তানের সশস্ত্র বাহিনী বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২৫টি হরপ ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দাবি, এসব ড্রোন ইসরায়েলের তৈরি। খবর ডন, বিবিসির

সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের ‘সফট-কিল’ (প্রযুক্তিগত) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রশস্ত্রের ব্যবহার) দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ২৫টি ইসরায়েলি হরপ ড্রোন গুলি করে নামিয়েছে।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ‘পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হরপ ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে।’

গত মঙ্গলবার দিবাগত রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন ৩১ জন। এতে আহত হয়েছেন আরও ৫৭ জন। 

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, গত রাতে ভারত আবারও পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে। ৭ থেকে ৮ মে পর্যন্ত ভারত থেকে আসা ২৫টি ড্রোন ধ্বংস করেছে তারা।

এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ২৫টি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

আইএসপিআর মুখপাত্র বলেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।

ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে, পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, আমরা এই আগ্রাসনের মোকাবিলা খুব ভালোভাবে করতে জানি, আমরা এর মোকাবিলা করছি। আমরা কেবল দৃঢ় প্রতিজ্ঞই নই, এই আক্রমণকারীদের প্রতিহত করার ক্ষমতাও আমাদের রয়েছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ