এক রাতে ভারতের ১২ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান
Published: 8th, May 2025 GMT
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ভারত গত রাতে “বিভিন্ন স্থানে হেরাপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরো একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্কতার উচ্চ পর্যায়ে থাকা অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হেরাপ ড্রোন ধ্বংস করেছে।”
আইএসপিআরের মহাপরিচালক জানান, ১৩তম ভারতীয় ড্রোন ‘লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আংশিকভাবে আঘাত করতে সক্ষম হয়েছে।’ এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন।
আরো পড়ুন:
ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার
ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থেমে যাক
তিনি বলেন, “লাহোরের কাছে এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন এবং সরঞ্জামের আংশিক ক্ষতি হয়েছে।”
লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের এই হারোপ ড্রোন পাঠানোর প্রক্রিয়াটি ‘গুরুতর উস্কানি।’
তিনি বলেন, “এই নগ্ন আগ্রাসন অব্যাহত রয়েছে, সশস্ত্র বাহিনী উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় রয়েছে এবং আমরা যখন কথা বলছি তখন তাদের নিষ্ক্রিয় করছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি
চলতি বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি ভিয়েতনামে আঘাত হেনেছে। বৃহস্পতিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস।
এর আগে ঘূর্ণিঝড় কালমেগি মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোরে ফিলিপাইনের স্থলভাগে আঘাত হানে। এতে মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ছোট অনেক বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে, শহরজুড়ে কাদার ঘন স্তুর পড়েছে। কালমেগির আঘাতে দেখা দেওয়া ভয়াবহ বন্যার ফলে কমপক্ষে ১১৪ জনের মৃত্যু হয়েছে।
ভিয়েতানামের সংবাদমাধ্যমটি জানিয়েছে, কুই নন এলাকার হোটেলগুলোর জানালা ভেঙে প্রধান সড়কগুলোতে গাছ পড়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ঝড়টি স্থলভাগে, ডাক লাক এবং গিয়া লাই প্রদেশে আঘাত হেনেছে।”
ঢাকা/শাহেদ