রাত পেরিয়ে সকাল, যমুনার সামনে অনড় ছাত্র-জনতা
Published: 9th, May 2025 GMT
রাত পেরিয়ে এখন সকাল। ঘড়ির কাটায় ৬টা বেজে ২৫ মিনিট। উঠেছে সূর্য। রমনার ওপরে চিকচিকে রোদ। ধীরে ধীরে বাড়ছে রোদের তেজ। তবু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান। আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তখনো অনড় ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে সকালেও। কখনো গান, কখনো কবিতা, আবার কখনো স্লোগানে স্লোগানে উজ্জীবিত রাখা হচ্ছে কর্মসূচিকে।
রাত ১০টা থেকে সকাল ছয় ২৫ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্যও থামেনি স্লোগান, গান, কবিতা। ক্লান্ত হয়ে পড়েননি জুলাই যোদ্ধারা। শেষ রাতে তাদের কণ্ঠ যেন আরো বজ্রময়, শানিত হয়ে উঠেছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করে তারা ঘরে ফিরবেন না; সরবেন না যমুনার সামনে থেকে- এমন প্রতিজ্ঞার কথা বারবার বলতে শোনা যায় জুলাই যোদ্ধাদের।
আরো পড়ুন:
সংস্কার নিয়ে যেসব বিষয় তুলে ধরলেন এনসিপি নেতারা
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনায় ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
গভীর রাত পেরিয়ে ফজর আজান হলে নামাজের জন্য বিরতি দেওয়া হয়। তবে, সবাই একসাথে নামাজে যাননি। পর্যায়ক্রমে তারা গেছেন। রাজপথ ধরে আছেন তারা। তবে কাউকে কাউকে দেখা গেছে, রমনা পার্ক ঘেষা ফুটপাতের গাছের গোড়ায় বসে বা শুয়ে বিশ্রাম নিতে। আবার কেউ ফুটপাতে বা কেউ রাস্তায় শুয়ে পড়েছেন। তবুও ছাড়ছেন না রাজপথ।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে সবাইকে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম। তাকে সমর্থন জানিয়ে পোস্ট দেন দলটির শীর্ষ দুই সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তার কিছু সময়ের মধ্যে যমুনার সামনে দেখা যায় ভিড়, রাত যত বেড়েছে উপস্থিতি তত বেড়েছে সেখানে।
ঢাকা/সুকান্ত/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট
এছাড়াও পড়ুন:
ফটিকছড়িতে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের আশ্বাসে রাত আটটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি সদরের বিবিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধের পর নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় বিক্ষোভ করেন কর্মী-সমর্থকেরা। তাঁরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করেন আজিম উল্লাহ বাহারের সমর্থকেরা। সমাবেশ শেষে মনোনয়নবঞ্চিত হওয়ায় তাঁর কর্মীরা সড়ক অবরোধ করেন। তিন শতাধিক কর্মী দুই স্থানে সড়কে বসে ছিলেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে সবাইকে বোঝালে অবরোধ তুলে নেন।’
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িসহ ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।