রাত পেরিয়ে সকাল, যমুনার সামনে অনড় ছাত্র-জনতা
Published: 9th, May 2025 GMT
রাত পেরিয়ে এখন সকাল। ঘড়ির কাটায় ৬টা বেজে ২৫ মিনিট। উঠেছে সূর্য। রমনার ওপরে চিকচিকে রোদ। ধীরে ধীরে বাড়ছে রোদের তেজ। তবু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান। আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তখনো অনড় ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে সকালেও। কখনো গান, কখনো কবিতা, আবার কখনো স্লোগানে স্লোগানে উজ্জীবিত রাখা হচ্ছে কর্মসূচিকে।
রাত ১০টা থেকে সকাল ছয় ২৫ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্যও থামেনি স্লোগান, গান, কবিতা। ক্লান্ত হয়ে পড়েননি জুলাই যোদ্ধারা। শেষ রাতে তাদের কণ্ঠ যেন আরো বজ্রময়, শানিত হয়ে উঠেছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করে তারা ঘরে ফিরবেন না; সরবেন না যমুনার সামনে থেকে- এমন প্রতিজ্ঞার কথা বারবার বলতে শোনা যায় জুলাই যোদ্ধাদের।
আরো পড়ুন:
সংস্কার নিয়ে যেসব বিষয় তুলে ধরলেন এনসিপি নেতারা
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনায় ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
গভীর রাত পেরিয়ে ফজর আজান হলে নামাজের জন্য বিরতি দেওয়া হয়। তবে, সবাই একসাথে নামাজে যাননি। পর্যায়ক্রমে তারা গেছেন। রাজপথ ধরে আছেন তারা। তবে কাউকে কাউকে দেখা গেছে, রমনা পার্ক ঘেষা ফুটপাতের গাছের গোড়ায় বসে বা শুয়ে বিশ্রাম নিতে। আবার কেউ ফুটপাতে বা কেউ রাস্তায় শুয়ে পড়েছেন। তবুও ছাড়ছেন না রাজপথ।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে সবাইকে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম। তাকে সমর্থন জানিয়ে পোস্ট দেন দলটির শীর্ষ দুই সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তার কিছু সময়ের মধ্যে যমুনার সামনে দেখা যায় ভিড়, রাত যত বেড়েছে উপস্থিতি তত বেড়েছে সেখানে।
ঢাকা/সুকান্ত/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট
এছাড়াও পড়ুন:
চটের বিছানা নিয়ে বাগবিতণ্ডা, যুবককে হত্যা
গাজীপুরের শ্রীপুরে চটের বিছানায় ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে জুয়েল (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন:
কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে রাকিব ও তার ভগ্নিপতি রবিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে লাগে। এসময় রবিনের হাতও কেটে যায়। আটক দুইজনের বিরুদ্ধেই শ্রীপুর থানায় পূর্বে চুরির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
ঢাকা/রফিক/মাসুদ