ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে গণহত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১০ মে) রাতে আসা এ সিদ্ধান্তে জুলাই গণঅভ্যুত্থানের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আনন্দিত। তবে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার পক্ষেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে না প্রতিক্রিয়া। এ ব্যাপারে রাইজিংবিডি ডটকমের সঙ্গে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী।

আওয়ামী লীগের অস্তিত্ব থাকাই উচিত নয়

আরো পড়ুন:

ঢাবিতে গবেষণা পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আবদুল হামিদের দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি

আওয়ামী লীগের সব অপরাধের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এটা খুবই ভালো কথা। কিন্তু এর মধ্যেও কিন্তু রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ করা মানে দলকে নিষিদ্ধ করা না। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার জন্য এই দলের কোনো অস্তিত্ব থাকাই উচিত নয়। নির্বাহী আদেশে সম্ভব না হলেও বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
(লেখক: এইচ এম খালিদ হাসান, শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ)

আওয়ামী লীগের তিন গণহত্যার বিচার হয়নি

আওয়ামী লীগ যে তিন তিনটা গণহত্যা (শাপলা, পিলখানা, জুলাই অভ্যুত্থানে) চালিয়েছে, তার দৃশ্যমান কোনো বিচার কার্যক্রম চোখে পড়েনি। তাদের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে এগুলোর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমি মনে করি।
(মাহির কাইয়ুম, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষ)

আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি

আমাদের যে মূল দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে; সেটি হয়নি। সরকার অতি দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বলে আমাদের প্রত্যাশা। সে পর্যন্ত আমরা রাজপথে আছি। সরকার নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী রূপ দেখেছে। এ সিদ্ধান্ত না হলে বিপ্লবী রূপ আরো বিপ্লবী হয়ে উঠবে।
(আরিফ জাওয়াদ, শিক্ষার্থী, ২০১৯-২০ শিক্ষাবর্ষ)

আওয়ামী লীগ আগাগোড়া সন্ত্রাসী দল

আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল না। এটা একটা আগাগোড়া সন্ত্রাসী দল। তাদের নিষিদ্ধ আরো আগেই হওয়া উচিত ছিল। অবশেষে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে সেটার বাস্তবায়ন দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর।
(এ বি জুবায়ের, শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ, ২০২১-২২ শিক্ষাবর্ষ)

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ শ ক ষ বর ষ ন ষ দ ধ কর গণহত য

এছাড়াও পড়ুন:

আ. লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের আহ্বায়ক ইকরাম হোসেন।

আরো পড়ুন:

আ.লীগ নিষিদ্ধের দাবি: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ

যমুনার সামনে স্লোগান: ‘বাহ ইন্টেরিম চমৎকার, খুনিদের পাহারাদার’

বক্তারা বলেন, আজকে রাজপথ থেকে তারা একটাই দাবি জানাচ্ছেন, তা হল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে দেখতে চান না।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এ দেশের কোটি মানুষের অধিকার হরণ করেছে। গুম, খুন, গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। দুই হাজার ছাত্র-জনতা হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশের স্বার্থে অপরিহার্য: মামুনুল হক
  • আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পাকুন্দিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • আ.লীগ নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ আঁকড়ে থাকার আহ্বান হেফাজতের
  • আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, ফেনীতে ব্লকেড
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ, ক্রিকেট খেলছেন আন্দোলনকারীরা
  • শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেবে সোমবার
  • আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
  • সর্বদলীয় কনভেনশন আহ্বান করে আ.লীগ নিষিদ্ধে পদক্ষেপ নিন 
  • আ. লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ