৪৬তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি জানা যাবে শিগগিরই
Published: 11th, May 2025 GMT
৪৬তম বিসিএসের নতুন সময়সূচি শিগগিরই প্রকাশ করতে চাইল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার্থীদের দফায় দফায় আন্দোলন, পরীক্ষা পেছানোর দাবির পরিপ্রেক্ষিতে পিএসসি এখন নতুন সময়সূচির দিকে এগোচ্ছে। চলতি সপ্তাহে এই পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হতে পারে বলে পিএসসির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
ওই সূত্র জানায়, যেহেতু দুই মাস বা ৬০ দিন আগে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার দাবি উঠেছে আর পরীক্ষার্থীরা এ থেকে পিছু হটেননি, তাই বিষয় মাথায় রেখে নতুন সূচি প্রকাশের কাজ করা হচ্ছে। খুব শিগগির এই বিষয়ে অগ্রগতি দেখা যাবে।
আরও পড়ুনজনপ্রশাসন মন্ত্রণালয় ৭ ক্যাটাগরিতে নেবে কর্মী, পদ ৫৫২৫ মার্চ ২০২৫৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ২৮ এপ্রিল সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। এর আগে আগের রাতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পিএসসি সংস্কারসহ কয়েকটি দাবিতে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে তারিখের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারী পরীক্ষার্থীদের পিএসসি নিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, সে বিষয়ে আলোচনার জন্য সরকারের উচ্চপর্যায়ের কমিটি হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করা হয়েছে।
আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন১২ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ল খ ত পর ক ষ পর ক ষ র থ উপদ ষ ট নত ন স সরক র প এসস
এছাড়াও পড়ুন:
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের ভেন্যু বদল
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি সব ম্যাচ এখন করাচিতে স্থানান্তর করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় একটি ড্রোন আঘাত হানে। এরপরই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়—আসরের বাকি সব ম্যাচ করাচিতে আয়োজন করা হবে।
শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার (৮ মে) পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু নতুন এই পরিস্থিতিতে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে করাচিতে এবং শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে।
আরো পড়ুন:
শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি
আজিজুলের আক্ষেপ, বৃষ্টির বাগড়ার পর সিরিজ জিতে উল্লাস যুবাদের
তবে করাচির পাশাপাশি আন্তর্জাতিক বিকল্প ভেন্যুর কথাও ভাবছে পিসিবি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কাতারের দোহাও রয়েছে বিবেচনায়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আসরের বাকি ৮টি ম্যাচ বিদেশেও আয়োজন করা হতে পারে।
এর আগে সোমবার (৭ মে) পিসিবি নিশ্চিত করেছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে। কিন্তু ড্রোন হামলার ঘটনার পর সব পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়।
এদিকে, রাওয়ালপিন্ডির ড্রোন হামলা নিয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে জম্মু ও পাঞ্জাব সীমান্তে একাধিক হামলা চালানো হয়েছে এবং তারা সেই হামলার জবাব দিয়েছে।
এদিকে, এই ঘটনার প্রভাবে আইপিএলের ভেন্যুতেও পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি ধর্মশালা থেকে আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে।
তবে আজকের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় ও ভেন্যুতেই অনুষ্ঠিত হচ্ছে।
বাকি আইপিএল ম্যাচগুলো এখন পর্যন্ত নির্ধারিত সময়সূচি ও ভেন্যু অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে।
ঢাকা/আমিনুল