কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। দুপুরে খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পু্লিশ। 

নিহত ছাত্রের নাম শাহরিয়ার অন্নব রিউশা (১৭)। সে ওই গ্রামের সোহেল রানার ছেলে।

স্বজনদের দাবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায় রিউশা। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় সে। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। তাদের ভাষ্য, চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভর্তির সুযোগ না পেয়েও শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে রিউশা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে ঢাকা রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যায়। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায় রিউশা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রথমে ঢাকা মেডিকেলে পরীক্ষা দেয় সে। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়। তবে একটিতেও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে। 

তারা আরও জানায়, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে রিউশা। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে মা মুক্তা খাতুন তার বাবার বাড়িতে রিউশার জামা কাপড় আনতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া নয়টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সকল স্থানেও খুঁজেও তাকে পাওয়া যায়নি। আজ রোববার সকাল ছয়টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে পোড়া ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

রিউশার খালা আইনজীবী রত্না খাতুন বলেন, ‘ও (রিউশা) খুব মেধাবী, বিনয়ী ও ভদ্র ছেলে। চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তি হতে পারেনি। ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষ রক্ষা হলো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সোলায়মান হোসেন বলেন, খবর পেয়ে আগুনে পোড়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছে সে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ভর ত র স য গ ন পর ক ষ য় ও ভর ত মরদ হ

এছাড়াও পড়ুন:

নড়াইলে ভুল সেটে এইচএসসি পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • ড্যাফোডিল কম্পিউটার্সের অবৈধ শেয়ার ইস্যু, তদন্ত করবে বিএসইসি
  • এক শিশুকে বাঁচাতে গিয়ে মারা গেল ২ জনই
  • এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল, তিন জেলায় পাঁচজন বহিষ্কার
  • ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বাল্যবিবাহের শিকার সালেহা
  • কথা অস্পষ্ট, পারেন না লিখতে তবুও দিচ্ছেন এইচএসসি পরীক্ষা
  • মাতৃত্বের স্বাদ পেয়েই পরীক্ষার মঞ্চে মা
  • এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন বাবা-মেয়ে
  • সন্তান প্রসবের পর হাসপাতালের শয্যায় বসে পরীক্ষা দিলেন এশা আলম
  • নড়াইলে ভুল সেটে এইচএসসি পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি, এসএসসি–এইচএসসিতে জিপিএ ৬.৫০ হলে আবেদন