গোল্ডেন জিপিএ-৫ রিউশার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে আত্মহত্যার অভিযোগ
Published: 11th, May 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। দুপুরে খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পু্লিশ।
নিহত ছাত্রের নাম শাহরিয়ার অন্নব রিউশা (১৭)। সে ওই গ্রামের সোহেল রানার ছেলে।
স্বজনদের দাবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায় রিউশা। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় সে। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। তাদের ভাষ্য, চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভর্তির সুযোগ না পেয়েও শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে রিউশা।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে ঢাকা রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যায়। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায় রিউশা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রথমে ঢাকা মেডিকেলে পরীক্ষা দেয় সে। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়। তবে একটিতেও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে।
তারা আরও জানায়, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে রিউশা। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে মা মুক্তা খাতুন তার বাবার বাড়িতে রিউশার জামা কাপড় আনতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া নয়টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সকল স্থানেও খুঁজেও তাকে পাওয়া যায়নি। আজ রোববার সকাল ছয়টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে পোড়া ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
রিউশার খালা আইনজীবী রত্না খাতুন বলেন, ‘ও (রিউশা) খুব মেধাবী, বিনয়ী ও ভদ্র ছেলে। চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তি হতে পারেনি। ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষ রক্ষা হলো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ভর ত র স য গ ন পর ক ষ য় ও ভর ত মরদ হ
এছাড়াও পড়ুন:
যশোর শিক্ষা বোর্ডে দশম শ্রেণির বিষয় ও ছবি সংশোধন, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, যশোরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের অনলাইনে শাখা, বিষয় ও ছবি সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশোধন ফি ব্যতীত আবেদনের সময় ৩০ এপ্রিল শেষ হয়েছে। শিক্ষার্থী প্রতি ৮০০ টাকা করে ফি দিয়ে নিবন্ধন কার্ড সংশোধন করার আবেদন চলবে ১ মে ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
শাখা, বিষয় ও ছবি সংশোধনের নিয়ম—ক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (এসএসসি ২০২৬) শাখা, বিষয় ও ছবি সংশোধনের নিয়মাবলি নিচে দেওয়া হলো:
১. যশোর বোর্ডের ওয়েবসাইট (www.Jashoreboard.gov.bd) ভিজিট করতে হবে।
২. বাঁ পাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করতে হবে।
৩. প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে।
৪. বাঁ পাশের মেনুবার থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (এসএসসি ২০২৬) Group, Subject & Photo Change > Create Application মেনুতে ক্লিক করতে হবে।
৫. শ্রেণি নির্বাচন করে শিক্ষার্থীর Student ID দিয়ে Find বাটনে ক্লিক করতে হবে।
৬. ফরমটি যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে।
৭. Print Sonali Sheba বাটনে ক্লিক করে সোনালী সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফিস জমা করতে হবে।
আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫জেনে নিন আরও দরকারি তথ্য—খ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (এসএসসি ২০২৬) সালের নিবন্ধন কার্ডে ছবি, বিভাগ, বিষয় কোডে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনসহ ফ্রেশ নিবন্ধন বাবদ শিক্ষার্থী প্রতি ৮০০ টাকা ফিস প্রদান করে পরীক্ষা শুরুর আগের দিনের মধ্যে অবশ্যই সংশোধন করে নিতে হবে। পরীক্ষা শুরুর পর এ–সংক্রান্ত ত্রুটি কোনোভাবেই সংশোধন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে তার সকল দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।
গ) কোনো নিবন্ধন কার্ড পাওয়া না গেলে Student Management থেকে Final Submit নিশ্চিত করতে হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.jessoreboard.gov.bd
আরও পড়ুনজাপানের স্টাডি সাপোর্ট স্কলারশিপ, ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা প্রয়োজন০৮ মে ২০২৫