ঈদগাহ মাঠ স্ত্রীর কাছে ‘বিক্রি’ করলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক
Published: 11th, May 2025 GMT
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের শালগাঁও-জয়হার পুকুরপাড় ঈদগাহ মাঠের জমি স্ত্রীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিমের বিরুদ্ধে। তিনি তাঁর স্ত্রী ছালমা পারভীনের নামে গোপনে ঈদগাহ মাঠটি রেজিস্ট্রি দলিল সম্পাদন করে দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি ঈদগাহের মাটি বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
মাটি কাটা বন্ধ করে ঈদগাহ ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ব্যানারে ওই ঈদগাহ মাঠে আয়োজিত মানববন্ধনে দস্তপুর, শালগাঁও গ্রামের শতাধিক বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের স্ত্রীর নামে ঈদগাহ মাঠের জমি রেজিস্ট্রি দলিল সম্পাদনের জাবেদা কপি প্রদর্শন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ১০-১২ ব্যক্তি বলেন, ২০০১ সালে দস্তপুর গ্রামের মরহুম শরিফ উদ্দিন তাঁর শালগাঁও জয়হার পুকুরপাড়ে ৩৩ শতক জমি ঈদগাহ মাঠের নামে দান করেন। একই গ্রামের ফজলুর রহমান ৫ শতক জমি ঈদগাহের নামে লিখে দেন। মোট ৩৮ শতক জমিতে ঈদগাহ মাঠ করা হয়। ২০০২ সাল থেকে সেখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন স্থানীয় লোকজন। সেই সময় আবদুল হামিদকে সভাপতি ও ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। আবদুল হামিদ জমিদাতা শরিফ উদ্দিনের ছেলে আর ফজলুল করিম জামাতা। সভাপতি আবদুল হামিদ কয়েক বছর আগে মারা গেছেন। এরপর নতুন করে আর কমিটি হয়নি। সাধারণ সম্পাদক ফজলুল করিম একাই মাঠ পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদগাহ মাঠটি সাধারণ সম্পাদক ফজলুল করিম তাঁর স্ত্রী মোছা.
কবলা দলিলে উল্লেখ করা হয়েছে, হস্তান্তরিত জমির পরিমাণ ৩৮ শতক। জমির শ্রেণি ধানি ও পুকুর। মূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা। দলিলগ্রহীতা মোছা. ছালমা পারভীন। দলিলে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১ ডিসেম্বরের পরিচালনা কমিটির রেজল্যুশন অনুযায়ী ঈদগাহ মাঠের নিমিত্তে ও উন্নয়নের জন্য অন্যত্র জমি কেনার জন্য নগদ টাকার বিশেষ আবশ্যকের কারণে জমি বিক্রি করলেন।
ঈদগাহ মাঠের জমিদাতা মরহুম শরিফ উদ্দিনের নাতি ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবদুল হামিদের ছেলে আবদুল আলিম বলেন, ‘হঠাৎ করেই ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমার ফুফা ফজলুল করিম গোপনে ঈদগাহ মাঠটি আমার ফুফুর কাছে ২ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি করেছেন। এখানকার প্রতি শতক জমির দাম ৪৫ হাজার টাকা। সেই হিসাবে ৩৮ শতক জমির দাম ১৭ লাখ টাকার অধিক। জালিয়াতি করে ঈদগাহ মাঠ বিক্রি করা হয়েছে। আমরা ঈদগাহ মাঠে আবার আগের মতো ঈদের নামাজ আদায় করতে চাই।’
ঈদগাহ মাঠে পাঁচ শতক জমিদাতা ফজলুর রহমান বলেন, ‘আমি ঈদগাহ মাঠের জন্য সেই সময় পাঁচ শতক জমি কিনে ঈদগাহ মাঠে দান করেছিলাম। এখন জানলাম ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম গোপনে তাঁর স্ত্রীর কাছে ঈদগাহ মাঠ বিক্রি করেছেন। ঈদগাহ মাঠের মাটি কেটে ফসলি জমিতে রূপান্তরিত করা হয়েছে। ঈদগাহ কীভাবে নিজের স্ত্রীর কাছে বিক্রি করল, তা জেনে বিস্মিত হয়েছি। আমরা ঈদগাহ মাঠ ফেরত চাই।’
ঈদগাহ মাঠ স্ত্রীর বিক্রির বিষয়ে জানতে শালগাঁওয়ে ফজলুল করিমের বাড়িতে যাওয়া হয়। সাংবাদিক পরিচয় পেয়ে কেউ বাড়ির দরজা খোলেননি। বাড়ির ভেতর ফজলুল করিমের ছেলের বউ পরিচয় দিয়ে এক নারী বলেন, ফজলুল করিম বাড়িতে নেই। যদিও গ্রামের একজন দোকানিসহ ১০-১২ ব্যক্তি বলেন, কিছুক্ষণ আগেই ফজলুল করিম বাড়িতে প্রবেশ করেন। এরপর তাঁকে আর বাইরে যেতে দেখেননি কেউ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল হ ম দ ঈদগ হ ম ঠ র কর ছ ন
এছাড়াও পড়ুন:
আ.লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন ফিরে আসতে না পারে: হাসনাত কাইয়ুম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন আবার ফিরে আসতে না পারে। নতুন করে যেন কেউ আওয়ামী লীগের মতো জুলুমবাজ, অর্থ পাচারকারী হয়ে উঠতে না পারে। আর সে জন্য গণহত্যা ও অর্থ পাচারের বিচার জরুরি।
শুক্রবার রাজধানীর পল্টন মোড়ে এক মানববন্ধনে হাসনাত কাইয়ুম এসব কথা বলেন। আওয়ামীতন্ত্র নিষিদ্ধ এবং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা বন্ধসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন এ মানবন্ধনের আয়োজন করে।
হাসনাত কাইয়ুম বলেন, সরকার ও ক্ষমতাসীনদের লুটপাট, পাচারের সব আইনি সুযোগ বন্ধ করা জরুরি। সে লক্ষ্যে রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে যেন পরবর্তী সময়ে কোনো সরকার বা বিচার বিভাগ তা বাতিল করতে না পারে। এ জন্য তাঁরা একই সঙ্গে সংবিধান সংস্কার সভা ও জাতীয় নির্বাচনকে সবচেয়ে টেকসই উপায় বলে মনে করেন।
মানববন্ধনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বলেন, দেশি–বিদেশি চক্রান্তকারীরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যুক্ত করতে চায়। বাংলাদেশ কোনো বিদেশি শক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে না।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়ক লিটন কবিরাজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য নাইমুল ইসলাম, জাতীয় সমন্বয় কমিটির সদস্য শেখ নাসিরউদ্দীন, ফরিদুল ইসলাম, সামিউল আলিম রাশু, আবদুল জলিল প্রমুখ।