যন্ত্রমানব বলতে যা দৃশ্যমান হয়, তা হলো খুদে আকৃতির রোবট। দরজা খোলা বা ফ্রিজ থেকে খাবার বের করে পরিবেশন– এমন কাজের প্রয়োজন মেটাবে মানবিক রোবট।
অনেকেই উন্নত দেশের এমন রোবটের সঙ্গে পরিচিত। অভিজ্ঞরা অবশ্য সিলিকন ভ্যালির কথা বলতে পারেন। যেখানে দরজা খুলে হাসিমুখে দাঁড়িয়ে আছে রোবট। অতিথিকে ঘরে স্বাগত জানাল। কথা বলছে চোখের দৃষ্টিতে। যেন কী মানবিক। কারণ সম্পূর্ণ মানুষের অবয়ব, কিন্তু আদতে মানুষ নয়। এমনকি হাত এগিয়ে অভ্যর্থনা জানাবে, এমন অভিজ্ঞতা অবাক করবে না!
বিশ্বে প্রতিদিন রোবট নিয়ে চলছে হৈ-হুল্লোড় আর উন্মাদনা। সব ক্ষেত্রে রোবটের দৃশ্যায়ন যেন বেড়ে চলেছে। শিল্প ক্ষেত্রে নয়, বাড়ির প্রতিদিন কাজের বড় অংশে রোবট এখন দাপুটে সহযোগী।
এআই এখন গাড়ি চালাচ্ছে, গল্প লিখছে, মুহূর্তেই তৈরি করছে কম্পিউটার কোড। বলতে গেলে, কিনা করছে তারা। কৃত্রিম বুদ্ধির সমন্বয় কীভাবে রোবটে যুক্ত হয়, তা নিয়ে চলছে গবেষণা। বিশ্বের শতাধিক এআই স্টার্টআপ এমন রোবট তৈরি, গবেষণা ও উন্নয়নে কাজ করছে। ইতোমধ্যে এ খাতে বিনিয়োগ ৭২০ কোটি ডলার ছাড়িয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট উন্নয়ন এতটাই আকর্ষণীয় হয়েছে যে, ইলন মাস্কের সংস্থা টেসলা এমন রোবট তৈরিতে গবেষণা করছে। টেসলা উদ্ভাবিত মানবিক রোবটের নাম অপটিমাস, যা টেসলা বট নামে পরিচিত। এআই পরিচালিত এমন রোবট তৈরি করা হয়েছে, যা মানুষের অসাধ্য সব কাজ করে দেবে নিমেষেই।
মানবিক রোবট ব্যবহারের বড় ক্ষেত্র তৈরি হয়েছে ইতোমধ্যে। ঘরের যে কোনো কাজ, যেমন পরিষ্কার করা বা নিরাপত্তা প্রহরীর কাজ, মানুষের বিকল্প হতে চলেছে এমন সব রোবট নিয়ে চলছে বিস্তর গবেষণা। ঘরের কাজ কেন, শিল্পকারখানায় দিন-রাত শ্রমিকের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে এমন রোবটকে। বহু কঠিন কাজ করানো যায় রোবট দিয়ে।
অদেখা অন্য দিকও কিন্তু রয়েছে। রোবট যখন পুরোদস্তুর মানুষের কাজ করে দেবে, মানুষ তখন দ্রুত কর্মহীন হবে! মানবিক কর্মক্ষম রোবট নির্মাতারা বলছে, মানুষের কাজের ওপর এমন রোবট আদৌ কোনো প্রভাব ফেলবে না। যদিও এমন কথা কতটুকু বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
২০২৬ সালে দক্ষিণ এশিয়ায় পৌঁছাবে টেসলা উদ্ভাবিত প্রি-অর্ডারের রোবট; যার সম্ভাব্য দাম ২০ হাজার ডলার। বৈশিষ্ট্যভেদে দাম বাড়বে। এমন রোবট করে দেবে ঘরের যাবতীয় কাজ। অন্যদিকে, সুনির্দিষ্ট কিছু পেশাদারি কাজ দক্ষতার সঙ্গে সামলে নেবে। সে জন্য প্রয়োজন হবে বিস্তর ডেটা প্রসেস, যা ছাড়া রোবট কিন্তু অচল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যেভাবে রোবট শিল্পে জুড়ে যাচ্ছে, তাতে সবখানে পারদর্শী হবে এমন প্রযুক্তি।
ফাঁকা বাসার নিরাপত্তায় থেকে দরজা খুলে স্বাগত জানিয়ে তালিকা অনুযায়ী আতিথেয়তা আর খাবার পরিবেশন করবে রোবট, এমনটা হতে খুব বেশি দেরি নেই আর বলে মন্তব্য করেছেন এআই প্রযুক্তির গবেষকরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক জ কর
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান