মার্কিন–চীন আলোচনায় অগ্রগতির জেরে বিশ্ববাজারে বেড়েছে ডলারের দর, উঠছে সূচক
Published: 12th, May 2025 GMT
যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচনায় অগ্রগতির খবরে আজ সোমবার সকালে ওয়াল স্ট্রিট স্টকের ফিউচার্সের উত্থান হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলার ইনডেক্সের মান বেড়েছে।
আজ সোমবার সকালে ওয়াল স্ট্রিটের সূচক এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ২ শতাংশ। নাসডাক ফিউচার্স বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। এ ছাড়া ইউরোস্টক ৫০ ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ ও এফটিএসই ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ ও ডিএএক্স ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে এশিয়ার বেশ কয়েকটি বাজারে লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুতে জাপানের নিক্কেই এশিয়া সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ; দক্ষিণ কোরিয়ার কেএস ১১ সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।
সোমবার সকালে ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে ১৪৫ দশমিক ৯০ ইয়েন। ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি ইউরোতে পাওয়া যাচ্ছে ১ দশমিক ১২ ডলার। সামগ্রিকভাবে ডলার ইনডেক্সের মান বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ; উঠেছে ১০০ দশমিক ৬০ পয়েন্টে। তবে অফশোর বাজারে ইউয়ানের বিপরীতে ডলারের পতন হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
বিষয়টি হলো, স্টক ফিউচার্স এক ধরনের চুক্তি। এই চুক্তির মাধ্যমে ক্রেতা একটি নির্দিষ্ট তারিখে পূর্বনির্ধারিত দামে নির্দিষ্ট সংখ্যক শেয়ার কিনতে বাধ্য থাকেন, এবং বিক্রেতাও সেই শেয়ারগুলো বিক্রি করতে বাধ্য। এই স্টক ফিউচার্স দেখে বোঝা যায়, মূল লেনদেনে সূচক বাড়বে না কমবে।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে বিশ্ববাজারে আশাবাদ তৈরি হয়েছে যে মন্দা হয়তো এড়ানো যাবে। আজ বাজারে তারই প্রতিফলন ঘটেছে, যদিও দুই দেশের বাণিজ্যচুক্তির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বিনিয়োগকারীরা আশা করছেন, হোয়াইট হাউস শিগিগরই চীনের পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক থেকে পিছিয়ে আসবে। এমনকি ট্রাম্প যে প্রথমে ৬০ শতাংশ শুল্কের কথা বলেছিলেন, সেই হারে শুল্ক আরোপ করা হবে, সেই আশাও করছেন তাঁরা।
পরিস্থিতি যাই হোক না কেন, ট্রাম্প চীনের পণ্যে উচ্চ শুল্ক রাখার পক্ষপাতী। সেটা হলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়বে এবং জিনিসপত্রের দাম বাড়বে। বাণিজ্য আলোচনায় অগ্রগতি হলে বড় ক্ষতি এড়ানো যাবে।
সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা হচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই আলোচনায় প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। চীনও বলেছে, দুই পক্ষের মধ্যে ‘গুরুত্বপূর্ণ ঐকমত্য’ হয়েছে। সেই সঙ্গে উভয় পক্ষ নতুন এক অর্থনৈতিক সংলাপ ফোরাম গঠনের বিষয়ে সম্মত হয়েছে।
শেষমেশ শুল্কের হার কী হবে, সে বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কিছু না বললেও জানিয়েছে, সোমবার উভয় দেশ বাণিজ্যচুক্তির বিষয়ে যৌথ ঘোষণা দেবে।
গবেষণাপ্রতিষ্ঠান পিপারস্টোনের জ্যেষ্ঠ গবেষণা কৌশলবিদ মাইকেল ব্রাউন বলেছেন, পরিস্থিতি দেখেশুনে মনে হচ্ছে, চীন ও যুক্তরাষ্ট্র বৃহৎ কাঠামো তৈরি করেছে; যে কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে আরও আলোচনা হওয়ার সুযোগ আছে। তিনি আরও বলেন, চলমান আলোচনা থেকে খারাপ কিছু আসবে না; আবারও এটাও ঠিক, সুনির্দিষ্ট চুক্তির বাস্তবতা এখনো তৈরি হয়নি। কথা হচ্ছে, এই আলোচনা থেকে কি শুল্ক স্থগিত, হ্রাস বা তুলে নেওয়ার সম্ভাবনা আছে, সেই উত্তর এখনো কেউ জানে না।
অন্যদিকে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। সেই সঙ্গে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিরতির সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী বৃহস্পতিবার তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। ভূরাজনীতিতে এসব সুখবরের প্রভাবও বাজারে পড়েছে বলে সংবাদে বলা হয়েছে।
সোনা ও তেলএদিকে ডলার ও শেয়ারবাজারে চাঙাভাব থাকায় বিশ্ববাজারে সোনার দর আজ কিছুটা কমেছে। সোনার দাম আজ ১ দশমিক ৭ শতাংশ কমেছে। দাম নেমে এসেছে আউন্সপ্রতি ৩ হাজার ২৬৮ ডলারের। এপ্রিল মাসে সোনার সর্বকালীন রেকর্ড গড়েছিল। তখন সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলারে উঠে যায়।
এদিকে বাণিজ্য আলোচনায় অগগ্রতির প্রভাব তেলের বাজারেও আশাবাদ তৈরি হয়েছে। আজ সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বেড়ে ৬৪ দশমিক ১৪ ডলারে উঠেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বেড়ে ৬১ দশমিক ২৭ ডলারে উঠেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ন য দশম ক র ব পর ত ১ দশম ক স মব র
এছাড়াও পড়ুন:
হানিফ মোহাম্মদের সঙ্গে সেই সন্ধ্যার স্মৃতি
দেখতে ছোটখাটো ছিলেন বলে ভালোবেসে সবাই ডাকত ‘লিটল মাস্টার’, কিন্তু ক্রিকেটীয় কীর্তিতে সেই ছোটখাটো লোকটাই কী বিশাল! হানিফ মোহাম্মদ শুধু নিজের সময়ের না, পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০১৬ সালের ১১ আগস্ট ৮১ বছর বয়সে পরপারে চলে যাওয়া কিংবদন্তি এই ক্রিকেটারের বাড়িতে বসে তাঁর সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা হয়েছিল প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর। কিংবদন্তির মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে উৎপল শুভ্রর সেই স্মৃতিচারণা
‘লিটল মাস্টার’কে এতটা ‘লিটল' দেখাবে, এটা ভাবিনি। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে দেখেছি, দেখেছি ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালের আগের দিন পাকিস্তান দলের নেট প্র্যাকটিসের সময়ও। তখনো দেখে একটু বিস্ময়ই জেগেছে—এই ছোটখাটো লোকটিই ট্রুম্যান-স্ট্যাথাম-গিলক্রিস্টদের ছোড়া আগুনে গোলার সামনে অমন বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, লড়েছেন অমন বীরত্বের সঙ্গে! ১৬ ঘণ্টা ১০ মিনিট ব্যাট করে হেরে যাওয়া টেস্ট ম্যাচ ড্র করেছেন, পাকিস্তানের পক্ষে টেস্টে প্রথম জোড়া সেঞ্চুরিও, ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ৪৯৯ রেকর্ড হয়ে ছিল ৩৫ বছর। ২০০১ সালের ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁর করাচির ইউনিভার্সিটি রোডের বাড়িতে হানিফ মোহাম্মদকে দেখে সেই বিস্ময়ও ম্লান। হানিফ মোহাম্মদ যেন আরও ছোট হয়ে গেছেন!
পরনে একটা হাওয়াই শার্ট আর প্যান্ট, চোখে সেই পরিচিত চশমা—মিনিট দশেক অপেক্ষার পর যে ভদ্রলোক সামান্য খোঁড়াতে খোঁড়াতে সামনের সোফায় এসে বসলেন, ড্রেসিংরুমে ঢুকতেই হাসিমুখ যে বিশাল ছবিটি স্বাগত জানিয়েছিল, সেটির সঙ্গে তাঁকে মেলানোই মুশকিল। সেই ছবিটি যৌবনের হানিফ মোহাম্মদের। বলেও ফেললাম কথাটা। হানিফ মোহাম্মদ হাসলেন, ‘আই অ্যাম অ্যান ওল্ড ম্যান নাউ।’
যখন এ কথা বলছেন, এর তিন মাস পরই ৬৭তম জন্মদিন, সে হিসাবে তো ‘ওল্ড ম্যানই’। নাতি-নাতনির সঙ্গই তখন তাঁর আনন্দের প্রধান উৎস। ছেলে শোয়েব মোহাম্মদের দুই সন্তান শেহজার আর শেহজিনের সঙ্গেই কাটে দিনের বেশির ভাগ সময়। ইন্টারভিউর মাঝখানে ১১ বছর বয়সী শেহজার দুবার এসে বসলও দাদার পাশে। কারণটা শুধুই ছেলেমানুষি কৌতূহল নয়। একদিন যে তাকেও এমন ইন্টারভিউ দিতে হবে, এ নিয়ে যে কোনোই সন্দেহ নেই ওই পুঁচকে ছেলেটির মনে! হেসে উড়িয়ে দেবেন না কথাটা। হানিফ মোহাম্মদের কথাটা শুনে নিন আগে, ‘শেষ পর্যন্ত কী হবে, কে জানে! তবে এখন পর্যন্ত ও যেভাবে এগোচ্ছে, তাতে বিশ্ব ক্রিকেটের মোহাম্মদ পরিবার থেকে আরেকজন উপহার পাওয়ারই কথা। প্রতিভার ব্যাপারটা পুরোপুরি বোঝা যাবে চার-পাঁচ বছর পর, তবে এটুকু বলতে পারি, আমাদের কেউই ওর মতো এতটা ক্রিকেটের পাগল ছিলাম না।’
হানিফ মোহাম্মদের করাচির বাড়িতে হানিফ মোহাম্মদের সঙ্গে উৎপল শুভ্র। ৫ সেপ্টেম্বর ২০০১