সমকাল প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় রেখে আগামী ১১ ও ১২ জুন উচ্চ ও অধস্তন আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে ১৭ ও ২৪ মে (শনিবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন (নিম্ন) আদালতে বিচারকাজ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে ১১ ও ১২ জুন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ঈদের আগে ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলেও সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা হতে পারে। এর আগে গত রমজানের ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়। এরপর থেকে সংবিধান ও আইন অনুযায়ী বিচার বিভাগ পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র ছ ট

এছাড়াও পড়ুন:

গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ