পুরোনো বাইসাইকেল কিনতে ৩ হাজার টাকা দরকার ছিল ১৫ বছর বয়সী কিশোরের। এ জন্য রাজধানীর যাত্রাবাড়ী থেকে মিরপুরে খালার বাসায় টাকা চাইতে যায় সে। ভাগনের জন্য শরবত বানাতে ডাইনিংরুমে যান খালা মরিয়ম বেগম। এ সময় খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে কিশোরটি। খালা তার মাকে বলে দেবেন বলে ভয় দেখান। তখন তাকে ছুরিকাঘাত করে সে। চিৎকার শুনে অন্য কক্ষ থেকে আরেক খালা সুফিয়া বেগম এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে ওই কিশোর।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ছুরিকাঘাতের পর ওই কিশোর বাসার রান্নাঘরে গিয়ে পাটা এনে দুই খালার মাথায় আঘাত করে।

গত শুক্রবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তাঁর ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাত, শিলনোড়ার আঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

ওই কিশোরকে আইনের সংস্পর্শে আনা হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা নাসিরুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, শুক্রবার বেলা ১২টা ৪৭ মিনিটে খালার বাসায় যায় ওই কিশোর। দুই খালাকে হত্যার পর বেলা ১টা ৫৭ মিনিটে বাসা থেকে বেরিয়ে যায় সে। বাসায় যখন যায়, তখন তার পরনে ছিল লাল টি–শার্ট, মাথায় ক্যাপ ও জিনস প্যান্ট। হত্যার পর পরনের টি–শার্ট পরিবর্তন করে বাসা থেকে বেরিয়ে যায় ওই কিশোর।

ডিবি কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে ওই কিশোরকে শনাক্ত করা হয়। গতকাল গভীর রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে তাকে পরিবারসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর এই হত্যায় জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।’

আরও পড়ুনশেওড়াপাড়ায় দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ৩ ঘণ্টা আগে

ডিবি জানায়, এই কিশোর শুরু থেকেই পুলিশের তৎপরতার ওপর নজর রাখছিল। তদন্তের কাজে পুলিশ যেখানে যায়, সেখানে গিয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে কথা শুনছিল। পুলিশকে সে নানা তথ্য দিয়ে সহযোগিতা করছিল।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার পেছনে জমি-সম্পদ নিয়ে কোনো বিরোধ ছিল কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত ওই ক শ র

এছাড়াও পড়ুন:

আইফোন থেকে স্যাটেলাইটে জরুরি বিপদবার্তা পাঠিয়ে জীবন বাঁচালেন এক পর্বতারোহী

বিপদে পড়লে প্রযুক্তি যে জীবন রক্ষা করতে পারে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘটনা তার উদাহরণ। সম্প্রতি দুর্গম এক পর্বত থেকে নামার সময় ১০ হাজার ফুট উঁচুতে আহত হন এক পর্বতারোহী। সে সময় ফোনের নেটওয়ার্ক না থাকায় তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপর আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধা কাজে লাগিয়ে জরুরি বিপদবার্তা পাঠান তিনি। আইফোন থেকে পাঠানো জরুরি বিপদবার্তায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য যুক্ত থাকায় উদ্ধারকারীরা সহজে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। ফলে প্রাণে বেঁচে যান সেই পর্বতারোহী।

৫৩ বছর বয়সী ওই পর্বতারোহী স্নোমাস পর্বতশৃঙ্গে অভিযান চালাচ্ছিলেন। সফলভাবে শৃঙ্গে পৌঁছানোর পর তিনি নিচে নামার জন্য ‘গ্লাইডিং’ নামের একধরনের কৌশল অবলম্বন করেন। এ পদ্ধতিতে সাধারণত পর্বতারোহীরা নিয়ন্ত্রিতভাবে ও দ্রুত নিচে নামেন। কিন্তু নামার সময় একটি দুর্ঘটনায় তিনি আহত হন। গুরুতর আঘাতের কারণে তিনি আর চলাফেরা করতে পারছিলেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দেখা যায়, ফোনের নেটওয়ার্ক নেই। এমন এক পরিস্থিতিতে আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধার মাধ্যমে তিনি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে পরিবারের একজন সদস্যকে বার্তা পাঠান। বার্তা পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকারী দল সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী শহরে নিয়ে আসে।

অ্যাপল ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ সিরিজের মাধ্যমে স্যাটেলাইট এসওএস সুবিধা চালু করে। এই প্রযুক্তির মাধ্যমে দুর্গম অঞ্চল বা নেটওয়ার্কবিহীন স্থান থেকেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো সম্ভব। গ্লোবাল স্টার নামের একটি স্যাটেলাইট প্রতিষ্ঠান এই সেবা পরিচালনা করে থাকে।

সূত্র: নিউজ১৮

সম্পর্কিত নিবন্ধ