সাকিব আল হাসান লম্বা সময় ছিলেন এক নম্বর অলরাউন্ডার। সাকিব ছাড়া বাংলাদেশের অন্য কেউ এমন কীর্তির কাছাকাছিও যেতে পারেননি। তবে এবার শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছেন মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার পরই মূলত শীর্ষ স্থান দখলের আলোচনায় মিরাজ। এর মধ্যে প্রথমবারের মতো আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দুইয়েও উঠে এসেছেন তিনি।

মিরাজের সামনে এখন আছেন শুধু ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, তাঁর রেটিং পয়েন্ট ৪০০, মিরাজের ৩২৭। আজ মিরপুরের একাডেমি মাঠের সামনে টেস্টে ২০০ উইকেট আর ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনএগোতে এগোতে মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার০৭ মে ২০২৫

সম্মাননা হাতে নিজের অনুভূতি জানিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। (অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে) এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে।’

মেহেদী হাসান মিরাজ এখন টেস্টে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপি’র পাল্টা-পাল্টি কর্মসূচি: রাজাপুরে ১৪৪ ধারা জারি

ঝালকাঠির রাজাপুরে একই সময়, তারিখ ও স্থানে বিএনপি নেতাকর্মীরা পাল্টা-পাল্টি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০ টায় ০৫. ১০. ৮২৮৪. ০০১. ০৬. ০০১. ২৫-৯০৮ নম্বর স্মারকে এ আদেশ জারি করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ।

ইউএনও স্বাক্ষরিত আদেশে লেখা রয়েছে, ‘‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতাবলে রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্ত্বর ও সংলগ্ন এলাকায় ১৩ আগস্ট বুধবার রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্ত্বর ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।”

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারিকৃত এমন আদেশের কারণ হিসেবে বলা হয় যে, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুর হোসেন কর্তৃক স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয় ১৩ আগস্ট বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র‍্যালি ও সমাবেশ করবেন।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজাপুর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. জাকির হোসেন কর্তৃক স্বাক্ষরিত আরেকটি পত্রে একই তারিখ, একই সময় এবং একই স্থানে সমাবেশ করবেন বলে জানানো হয়েছে।

একই স্থানে একই সময় পাল্টা-পাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে বিধায় উক্ত অবস্থা প্রতিরোধকল্পে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে উপজেলে প্রশাসন বরাবরে একটি পত্র দাখিল করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ কর্তৃক ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপজেলা পরিষদ মার্কেট চত্ত্বর ও সংলগ্ন এলাকায় এ আদেশ জারি করা হয়।

ঢাকা/অলোক/এস

সম্পর্কিত নিবন্ধ