সাকিব আল হাসান লম্বা সময় ছিলেন এক নম্বর অলরাউন্ডার। সাকিব ছাড়া বাংলাদেশের অন্য কেউ এমন কীর্তির কাছাকাছিও যেতে পারেননি। তবে এবার শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছেন মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার পরই মূলত শীর্ষ স্থান দখলের আলোচনায় মিরাজ। এর মধ্যে প্রথমবারের মতো আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দুইয়েও উঠে এসেছেন তিনি।

মিরাজের সামনে এখন আছেন শুধু ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, তাঁর রেটিং পয়েন্ট ৪০০, মিরাজের ৩২৭। আজ মিরপুরের একাডেমি মাঠের সামনে টেস্টে ২০০ উইকেট আর ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনএগোতে এগোতে মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার০৭ মে ২০২৫

সম্মাননা হাতে নিজের অনুভূতি জানিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। (অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে) এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে।’

মেহেদী হাসান মিরাজ এখন টেস্টে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিক্ষার্থীর বিকাশে শিক্ষকের বিকল্প নেই : উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘‘ছাত্র ও শিক্ষকের সম্পর্ক বাবা-মায়ের চেয়েও ঘনিষ্ঠ হওয়া উচিত। একজন শিক্ষার্থীর বিকাশে শিক্ষকের বিকল্প নেই।’’  

মঙ্গলবার (১৩ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘‘শিশুরা কতটুকু পড়াশোনা করছে এবং তারা স্কুল থেকে কতটা সুবিধা পাচ্ছে— তা নিশ্চিত করতে হবে। শুধু নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না, বরং সামগ্রিক আচরণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।’’

আরো পড়ুন:

কুয়েটের শিক্ষক লাঞ্ছনাকারী ৩৭ শিক্ষার্থীকে শোকজ 

ইবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ

উপদেষ্টা বলেন, ‘‘আমাদের সন্তানরা আক্ষরিক অর্থে বেশি শিক্ষিত হচ্ছে, কিন্তু তারা যদি ভাবার্থ অনুধাবন না করতে পারে, তবে প্রকৃত শিক্ষা অর্জিত হচ্ছে না। অনেক সময় দেখা যায়, একজন শিক্ষার্থী লিখতে পারলেও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না।’’

তিনি আরো বলেন, ‘‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন শিক্ষক নেতৃত্বের প্রতীক। একটি প্রতিষ্ঠানের পাঠদানের মান ও পরিবেশ তার ওপর নির্ভর করে। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে। সব ধরনের শিক্ষায় গুরুত্ব দিতে হবে, তাহলেই আমাদের সন্তানেরা পূর্ণ বিকশিত হবে।’’

উপদেষ্টা আরো উল্লেখ করেন, ‘‘একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তুলতে একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন প্রধান শিক্ষক পুরো প্রতিষ্ঠানকে পরিচালনা করেন এবং তিনিই একটি স্কুলকে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে পারেন।’’

সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন।

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ