চট্টগ্রামে ২৭ সাংবাদিকের বিরুদ্ধে আইনজীবীর মামলা
Published: 14th, May 2025 GMT
চট্টগ্রামে ককটেল ছুড়ে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ২৭ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছেন এক আইনজীবী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি করেন আইনজীবী রেজাউল ইসলাম। শুনানি শেষে আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
আসামিদের মধ্যে রয়েছেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সহসভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার প্রমুখ।
মামলায় বলা হয়েছে, ১ মে সকালে তিনি বাসা থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির কাজীর দেউড়ি কার্যালয়ে মে দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। জমিয়তুল ফালাহ মসজিদের সামনে কিছু মানুষ এক যুবককে মারধর করছে দেখে তিনি এগিয়ে যান। তখন আসামিরা তাঁকে বৈষম্যবিরোধী মামলা দায়ের কেন করেছিস, তুই রাজাকার ইত্যাদি বলে মারধর করেন। এক পর্যায়ে ককটেল ছুড়লে তাঁর দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাঁর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন আসামিরা।
এদিকে সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে দাবি করে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ওই আইনজীবী গত ৩০ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কর্মরত সাংবাদিকদের অনুষ্ঠান প্রতিহত করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন। গত ১ মে আনোয়ারা পারকি সৈকতে ওই অনুষ্ঠান হয়েছিল। ঘোষণার পরদিন ১ মে সকালে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ গেটের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে তিন সাংবাদিক আহত হয়েছিলেন। ঘটনাস্থলে থাকা লোকজন রেজাউল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা কোরবান আলীকে আটক করে পুলিশে দেন। প্রকৃত ঘটনা আড়াল করতে বানোয়াট মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।
মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আইনজ ব
এছাড়াও পড়ুন:
সাবেক সংসদ সদস্য শামীমা ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী কারাগারে
পৃথক দুটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য কৃষক লীগের নেত্রী শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শনিবার এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে আদালতে হাজির করে পল্টন থানা–পুলিশ। আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপর দিকে রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে আদালতে হাজির করে পুলিশ। তাঁর আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামীমা আক্তার খানম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) কাজ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান।