চার মাসে পল্লী বিদ্যুতের ৪০০০ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
Published: 14th, May 2025 GMT
গত চার মাসে প্রায় চার হাজার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলিসহ নানান হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।
এতে বলা হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বিনা নোটিশে ২৯ জনকে চাকরিচ্যুত করেছে। পাশাপাশি মামলা, রিমান্ড, গ্রেপ্তার, বরখাস্ত, দূরবর্তী স্থানে বদলির শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এরমধ্যে হয়রানিমূলক বদলির শিকার ৪ হাজার ১১৮ জন। তারা হলেন– লাইনক্রু প্রায় ৬৭৩ জন, জুনিয়র প্রকৌশলী ৫৮৯ জন, ইনফোর্সেমন্ট কর্ডিনেটর (ইসি) ২৯০ জন, পাওয়ার ইউজ কর্ডিনেটর পিউসি ১২১ জন, বিলিং সুপারভাইজার ৩০৮ জন, সহকারী মহাব্যবস্থাপক ৫৮০ জন, উপমহাব্যবস্থাপক ১৭৯ জন, সিনিয়র মহাব্যবস্থাপক ৩৬ জন ও অন্যান্য ৯০৭ জন। সর্বশেষ গতকাল রাতে ৪৩৫ লাইন টেকনিশিয়ানকে বদলি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, পল্লী বিদ্যুতে সরকারের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে আন্দোলনের অজুহাতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে শাস্তিমূলকভাবে এই বদলি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে নেতারা অভিযোগ করেন, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সকল অনিয়মিতদের নিয়মিত করার দাবিতে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে তারা আন্দোলন করে আসছেন। দাবির প্রেক্ষিতে সরকারও বিভিন্ন সময় কমিটি গঠনসহ নানা পদক্ষেপ নেয়। কিন্তু সরকারের নেওয়া সংস্কার পদক্ষেপকে বাধাগ্রস্ত করতে আরইইবি সবসময় নানা প্রহসনমূলক পদক্ষেপ গ্রহণ করে আসছে।
তারা বলেন, ঝড় বৃষ্টির মৌসুমে বিদ্যুৎ কর্মীদের এমন গণবদলি নজিরবিহীন এবং চরম অমানবিক। তারা আরও বলেন, সমিতিতে এমনিতেই ব্যাপক জনবলের ঘাটতি রয়েছে। স্বল্প জনবল দিয়ে যেখানে কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ও তীব্র তাপদাহে বিদ্যুৎ সেবা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে। সেখানে এই ধরনের গণ-বদলির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চরমভাবে বিঘ্নিত হওয়া শঙ্কা দেখা দিচ্ছে।
নেতারা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের ও সংযুক্ত এবং সাময়িক বরখাস্তদের স্বপদে বহালসহ বিশেষজ্ঞ কমিটির পল্লী বিদ্যুৎ সংস্কারের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অবসর বদল ব যবস থ পদক ষ প
এছাড়াও পড়ুন:
ভারতের তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
ভারতের তামিলনাড়ুতে এক বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে তামিলনাড়ুর শিবকাশিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তাঁরা বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জানা যায়, প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়। ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
উল্লেখ্য, শিবকাশি এলাকাকে 'ফায়ারওয়ার্কস ক্যাপিটাল অব ইন্ডিয়া' বলা হয়। এখানকার বাজির কারখানাগুলো ছাড়াও ম্যাচ ও প্রিন্টিং শিল্পও সমানভাবে সক্রিয়। এই জেলার অর্থনীতির একটা বড় অংশ নির্ভরশীল এই শিল্পগুলোর ওপর। মাত্র একদিন আগেই তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ৪২ জন। তামিলনাড়ুর ঘটনাতেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।