বালু নদীর কোলঘেঁষা সবুজে মোড়ানো এক শান্ত গ্রাম, নাম তার বিরতুল। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের এই নিভৃত গ্রামে ঢুকলেই কানে আসে কাঠ, রড আর রঙিন সুতা ছুঁয়ে চলা নারীদের হাতের শব্দ। শব্দটা যেন শুধু দোলনা তৈরির না, বরং স্বপ্ন বুননের। স্বাধীনতার এবং নিজেদের ভাগ্য বদলের শব্দ।

এখানে নারী মানেই শুধু গৃহিণী নয়। তারা শিল্পী, তারা কারিগর, তারা উদ্যোক্তা। আর তাদের হাত ধরেই বিরতুল পরিচিতি পেয়েছে ‘দোলনার গ্রাম’ নামে। বিরতুল আজ আর শুধুই এক নিঃশব্দ গ্রামের নাম নয়। এটি এক জেগে ওঠা নারীর নাম। যেখানে প্রতিটি দোলনার দোলায় বুনে যায় স্বপ্ন, আত্মমর্যাদা, স্বাধীনতা আর সম্ভাবনার গল্প। দরকার শুধু একটু দৃষ্টি, সামান্য সহায়তা, তাহলেই এই শিল্প হতে পারে জাতীয় অর্থনীতির এক শক্ত ভিত।

এক সময় এই গ্রামের নারীরা ভোর থেকে রাত শুধু সংসারের কাজে ডুবে থাকতেন। পরিবার চালানোর সব দায়ভার ছিল স্বামীর কাঁধে। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে দৃশ্যপট। এখন এই নারীরাই সংসারের চালিকাশক্তি।

ধনুন গ্রামের মিনারা বেগম নামের পঞ্চাশোর্ধ এক নারী কারিগর বলেন, “আমি আগে কিছুই করতাম না। এখন মাসে ৮ থেকে ১০টি দোলনা বানাই। প্রতি দোলনায় ৩০০-৪০০ টাকা লাভ থাকে। আমার ছেলে স্কুলে পড়ে, তার খরচ আমি চালাই। এটা ভাবতেই একসময় সাহস হতো না।”

একই গ্রামের রেখা দেবনাথ, মতিজা বেগম, বাগদী গ্রামের রাহিমা বেগম, বিরতুল গ্রামের লিমা রাণী দাস, রেহেনা বেগম ও মনি আক্তার একই সুরে সুর মেলালেন।

দোলনা তৈরির কাজ এই গ্রামে নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই শিল্প। আগে পুরুষরাই করতেন। এখন নারীরাই এগিয়ে। বর্তমানে বিরতুল ছাড়াও পার্শ্ববর্তী ধনুন, বাগদী, বিন্দান ও সেনপাড়া গ্রামের নারীরাও এ শিল্পে যুক্ত হয়েছেন। প্রায় ৩০০ পরিবার ও সহস্রাধিক নারী এই পেশার মাধ্যমে নিজেদের জীবনের গতি বদলেছেন।

বিরতুল গ্রামের নারীদের তৈরি দোলনা শুধু গাজীপুর বা ঢাকায় নয়- চট্টগ্রাম, খুলনা, রাজশাহী হয়ে বিদেশ পর্যন্তও এর চাহিদা। কেউ কেউ বিদেশে প্রবাসী আত্মীয়ের মাধ্যমে পাঠাচ্ছেন এসব দোলনা। যা প্রবাসী বাঙালিদের ঘরের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছে।

উদ্যোক্তা স্বপ্না বেগম বলেন, “আমরা এখন রঙ আর ডিজাইনে বৈচিত্র্য এনেছি। অনেকে অনলাইনে অর্ডার দেন। চাইলে বিদেশেও পাঠাতে পারি।”

উদ্যোক্তা শেখ ফরিদ বলেন, “সব কিছুতেই যেমন আলো থাকে, তেমনি থাকে কিছু অন্ধকার। দোলনার দাম কমেছে, কাঁচামালের দাম বেড়েছে। লোহার রড, চেইন, সুতা, সবকিছুর খরচ বেড়েছে। তবু লাভের হিসেব মিলাতে হয়। সবচেয়ে বড় সমস্যা, নেই সরকারি প্রশিক্ষণ বা সহজ শর্তে ঋণ।”

সাথী বেগম নামের বিরতুল গ্রামের অপর এক নারী উদ্যোক্তা বলেন, “আমরা নিজেরা শিখে নিয়েছি, কেউ শেখায়নি। যদি প্রশিক্ষণের পাশাপাশি একটু আর্থিক সহায়তা পেতাম, তাহলে আরও বড় করে কাজটা করতে পারতাম।”

নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ফারজানা তাসলিম জানান, অনেক নারী উদ্যোক্তা ইউনিয়ন থেকে বিভিন্ন নান্দনিক নামে ট্রেড লাইসেন্স নিয়েছেন। এখন তারা যদি এই দোলনার বাজার তৈরি করতে চান, তাহলে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে সে ব্যবস্থা করা সম্ভব।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, “বিরতুলের নারীরা এক অনন্য দৃষ্টান্ত। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং থাকবে। এছাড়া তারা যদি ছোট ছোট ঋণ চান, তাহলে তারা সকলে একত্রিশ হয়ে এলে উপজেলার বিভিন্ন দপ্তর থেকে তাদের জন্য ব্যবস্থা করা যাবে। এর বাইরে যদি বড় ধরনের কোন ঋণ পেতে আগ্রহী হন, তাহলে স্থানীয় ব্যাংকগুলোর সাথে কথা বলে সেটার ব্যবস্থা করা হবে। তারা যেন কোন ঝামেলা ছাড়াই এই ঋণ পান সেই চেষ্টা করা হবে।”

ঢাকা/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

এ সপ্তাহের রাশিফল (১৬-২২ আগস্ট)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মানসিকভাবে পজিটিভ থাকুন। আর্থিক সফলতা পাবেন। পেশাগত উন্নতি হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ধীরস্থির থাকুন। শারীরিক সুস্থতা নিয়ে টেনশন বাড়বে।

আরো পড়ুন:

এ সপ্তাহের রাশিফল (৯-১৫ আগস্ট)

এ সপ্তাহের রাশিফল (২-৮ আগস্ট)

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কাজে বিরক্তি বোধ করবেন। অকারণে অর্থ খরচ হবে। মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। বড় ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): গবেষণামূলক কাজে সফলতা পাবেন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। আর্থিক দিক খুব ভালো যাবে। প্রতিদিন অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সুনাম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পজিটিভ থাকুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাগত কাজে সফলতা পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যে নতুন ক্ষেত্র তৈরি হবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে  ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। দুর্ঘটনার বিষয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা  নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। উদারতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। রোমাঞ্চ শুভ। রাজনীতি ও জনসংযোগ কাজে সফলতা পাবেন। এ সপ্তাহে নানামুখী চাপে থাকতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমে দূরত্ব বাড়বে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): যেকোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। মেজাজ চড়া থাকতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। একান্ত প্রয়োজন না হলে কোনো চুক্তি করবেন না।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পরিবেশ পরিস্থিতি ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। অতিরিক্ত আবেগ বা হীনমন্যতা দাম্পত্য ও পারিবারিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। গোপন শত্রুদের তৎপরতা বাড়বে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বুঝাবুঝি ও মানসিক দূরত্ব দূর হতে পারে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ