ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুইটি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালুর লক্ষ্যে ব্রোকারেজ হাউজ দুইটিকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়।

ব্রোকারেজ হাউজগুলো হলো-শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও শার্প সিকিউরিটিজ লিমিটেড।

বৃহষ্পতিবার (১৫ মে) ফিক্স সার্টিফিকেশন প্রদানের ধারাবাহিক প্রক্রিয়ার অংশহিসেবে ব্রোকারেজ হাউজ দুইটিকে এ সনদ প্রদান করা হয়।

আরো পড়ুন:

পুঁজিবাজারে পতন অব্যাহত

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো.

শফিকুর রহমান স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই বোর্ডরুমে সার্টিফিকেশন প্রদান করেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্। শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম ও শার্প সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক অসরপ্রাপ্ত মেজর মোস্তফা জামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলামসহ আইসিটি এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিওিক বিএইচওএমএস চালুর উদ্যোগ গ্রহণ করা হয় ২০২০ সাল থেকে। এরই প্রেক্ষিতে ৬৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে। আজকের ২টি ব্রোকারেজ হাউজ নিয়ে মোট ৩০টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ২১টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।

ঢাকা/এনটি/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ব যবস থ ড এসই

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ জুন) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

শনিবার (২৭ জুন) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির গড়ে ৩৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.৩৫ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

জনতা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের গড়ে ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৪ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্লের ২.৭১ শতাংশ, বিচ হ্যাচারির ২.৬৯ শতাংশ, ফাইন ফুডসের ২.৪৩ শতাংশ, অগ্নি সিস্টেমের ১.৮০ শতাংশ, খান ব্রার্দাসের ১.৫৯ শতাংশ, বিএটিবিসির ১.৫৩ শতাংশ ও মিডল্যান্ড ব্যাংকের ১.৪৯ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
  • শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জের মক ট্রেডিং শুরু : মেজবাহ উদ্দিন
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ব্যাংক এশিয়া পার্পেচুয়াল বন্ড
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
  • ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৫৩ শতাংশ