ভেজা হাতেও স্বচ্ছন্দে ব্যবহার করা যায় এই ফোন
Published: 15th, May 2025 GMT
বাংলাদেশের বাজারে ‘এ৫এক্স’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে অপো। আইপি৬৫ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলাপ্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। শুধু তা–ই নয়, ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তি থাকায় ভেজা হাতেও স্বাচ্ছন্দ্যে ফোনটির স্পর্শনির্ভর পর্দা ব্যবহার করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এআই স্টুডিওসহ বিভিন্ন এডিটিং টুলস রয়েছে ফোনটিতে, এর ফলে ছবি তোলার পর স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। শুধু তা-ই নয়, এআই ইরেজার টুল ব্যবহার করে চাইলেই ছবিতে থাকা অবাঞ্ছিত কোনো ব্যক্তি বা স্থাপনা মুছে ফেলা সম্ভব। আর তাই ফোনটির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারবেন।
ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির পেছনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াটের সুপারভুক চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়। সাদা ও নীল রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র র ফ নট ফ নট ত ফ নট র
এছাড়াও পড়ুন:
মানবিক করিডর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়তে উলামায়ে ইসলাম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বলেছেন, মানবিক করিডরের নামে মিয়ানমারের সঙ্গে করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত দেশের সাধারণ জনগণ মেনে নেবে না।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ কথা বলেন। তাঁরা বলেন, ‘এই সিদ্ধান্তগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে। নির্বাচিত সরকার ছাড়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য বুমেরাং হবে।’
বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও জনমানুষের রায় উপেক্ষা করে করিডর ও বন্দরের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে মুখোমুখি করবে। জাতির এই কঠিন সময়ে এই সিদ্ধান্ত দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।
বিবৃতিতে জমিয়ত নেতারা দেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।