রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর নিজের একসঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়ার পথে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ইউএইতে যাওয়ার পথে সেখানে থাকা বিবিসির সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, রাশিয়া তুরস্কে যে প্রতিনিধিদল পাঠিয়েছে, তা নিয়ে আপনি কি হতাশ?

জবাবে ট্রাম্প বলেন, ‘দেখুন, পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না, ঠিক আছে?’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘স্পষ্টত তাঁর (পুতিন) সেখানে যাওয়ার কথা ছিল না। তিনি যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, ধারণা করেছিলেন আমিও সেখানে (তুরস্কে) যাচ্ছি।’

‘আমি না গেলে তিনি যাচ্ছিলেন না। আপনি পছন্দ করুন বা না করুন, আমি মনে করি, তিনি ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটছে না। তবে আমাদের এটা সমাধান করতেই হবে। কারণ, অনেক মানুষ মারা যাচ্ছে।’

এদিকে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিদল আজ ইস্তাম্বুলে পৌঁছেছে। রাশিয়া-তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে আজ একটি বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বৈঠক চূড়ান্ত হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা করে রাশিয়া। এর পর থেকে তিন বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। ২০২২ সালে রাশিয়ার হামলার পরপরই দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা সরাসরি বৈঠক হয়। তুরস্কেও তারা বৈঠক করেছিল। একপর্যায়ে তাদের মধ্যে এই সংলাপ বন্ধ হয়ে যায়।

আজ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘পক্ষগুলোর অবস্থানে যদি সামঞ্জস্য তৈরি করা যায় এবং বিশ্বাস স্থাপন করা যায়, তাহলে তা শান্তির পথে একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য হবে।’ আজ তুরস্কের আনাতলিয়া শহরে ন্যাটোর একটি অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হাকান ফিদান জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে আঙ্কারায় রয়েছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করার জন্য তিনি এখানে এসেছেন।

হাকান ফিদান বলেন, ‘এই সফরগুলোই প্রমাণ করে, অবশেষে শান্তির জন্য প্রয়োজনীয় সদিচ্ছা দেখা যাচ্ছে।’ আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে বলেও মন্তব্য করেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনের নেতার সঙ্গে সরাসরি বৈঠক করতে প্রস্তুত। প্রাথমিক গড়িমসির পর জেলেনস্কিও রুশ নেতার সঙ্গে বৈঠকে সম্মত হয়েছিলেন।

আজ তুরস্কের আঙ্কারায় এসেনবোগা বিমানবন্দরে পৌঁছে রানওয়েতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি রাশিয়ার প্রতিনিধিদলের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেন।

জেলেনস্কি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রতিনিধিত্বের স্তর সম্পর্কে আমি কিছু জানি না। তবে যেটুকু শুনেছি, তাতে তাদের লোকদেখানো বলে মনে হচ্ছে।’ তিনি জানান, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ইউক্রেন নিয়মিত যোগাযোগ রাখছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত রস ক র ইউক র ন একসঙ গ

এছাড়াও পড়ুন:

আবার একসঙ্গে আমির-হিরানি

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও গুণী নির্মাতা রাজকুমার হিরানি। ২০০৯ সালে হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করেন আমির। সিনেমাটি মুক্তির পর ইতিহাস রচনা করে। পাঁচ বছর বিরতি নিয়ে এ জুটি নিয়ে আসেন ‘পিকে’। এ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া নতুন করে বলার কিছু নেই। 

তারপর দীর্ঘ ১১ বছর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি আমির খান ও রাজকুমার হিরানিকে। বিরতি ভেঙে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই দুই গুণী। দাদাসাহেব ফালকের বায়োপিকে দেখা যাবে তাদের। খবর এনডিটিভির। 

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাদাসাহেব ফালকের জীবন ও তার চলচ্চিত্রে অবদানের কাহিনি সিনেমাটিতে তুলে আনা হবে। ভারতের স্বাধীনতাসংগ্রামের পটভূমিতে নির্মিত হবে, যেখানে দেখানো হবে কীভাবে শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি স্থাপন করেন তিনি।

আরো পড়ুন:

অসম প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন কঙ্কনা

কয়েক লাখ টাকার ‘টিয়া’ নিয়ে কানের লাল গালিচায় উর্বশী

দীর্ঘ চার বছর বায়োপিকটির চিত্রনাট্য নিয়ে কাজ করেন রাজকুমার হিরানি। তার সঙ্গে রয়েছেন আরো তিনজন। তারা হলেন— হিরানির দীর্ঘ দিনের সহযোগী অভিজাত যোশী, লেখক হিন্দুকুশ ভারতবংশী ও অবিষ্কার ভারতবংশী। সিনেমাটির সময়কালের যথাযথ চিত্রায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলো কাজ করবে।

দীর্ঘ বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন আমির খান। আগামী ২০ জুন সিনেমাটি মুক্তি পাবে। এরপর থেকে বায়োপিকের জন্য প্রস্তুতি শুরু করবেন আমির। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • আবার একসঙ্গে আমির-হিরানি
  • ব্রাজিলকে কেউ বিশ্বকাপ জেতাতে পারলে আনচেলত্তিই পারবেন
  • বাজারভিত্তিক বিনিময় হার, ডলারের দর বাড়বে না কমবে
  • মালয়েশিয়া শ্রমবাজার চালুর সম্ভাবনা, আজ বৈঠক
  • বিশ্বের সবচেয়ে বড় ১০টি হীরার খনির ৫টিই এক দেশে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন করুন
  • ম্যারাডোনা না মেসি, স্কালোনির কাছে সর্বকালের সেরা যিনি
  • ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে মেয়র নির্বাচনে জয়ী
  • রাজশাহী নগরে বেড়ে চলেছে শব্দদূষণ, গাড়ির হর্নে নীরব এলাকাও ‘সরব’