কক্সবাজার শহরের উত্তর ডিককুল এলাকায় বেসরকারি হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেল ভবন থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম হারুনুর রশিদ ওরফে মনির চৌধুরী (১৮)। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের মুজিবুল হক চৌধুরীর ছেলে এবং ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের দাবি, মনির চৌধুরী পরিকল্পিত হত্যার শিকার। মনির যদি আত্মহত্যা করতেন, তাহলে তাঁর আশপাশে থাকা বেঞ্চ এলোমেলো হয়ে পড়ে থাকত। আশপাশের বেঞ্চ তো দূরে, যে রডের সঙ্গে তিনি ঝুলে ছিলেন, সে রডে লেগে থাকা মাকড়সার জাল পর্যন্ত অক্ষত ছিল।

এ বিষয়ে জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

নিহত মনিরের চাচাতো ভাই ও উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সুলতান আহমদ চৌধুরী বলেন, মনিরকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হতে পারে। মনিরের লাশ হোস্টেলে ঝুলে আছে, এমন খবরে ভিত্তিতে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

ইলিয়াস খান বলেন, হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেলের একটি পরিত্যক্ত ভবন থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পরিবারের দাবি, মনিরকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বলা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ র মরদ হ

এছাড়াও পড়ুন:

থাইরয়েড রোগ হলে কীভাবে বুঝবেন

থাইরয়েড রোগ হয়েছে, সেটা আপনি নাও বুঝতে পারেন।  অনেক সময় রুটিন ব্লাড টেস্ট করতে গিয়ে ধরা পড়ে। আবার  কারও কারও ক্ষেত্রে স্পেসিফিক লক্ষণ দেখা দেয়। 

থাইরয়েডের স্পেসিফিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে

বেশি ঘুম পাওয়া কমে যাওয়া বা বেড়ে যাওয়া

আরো পড়ুন:

হেড অ্যান্ড নেক ক্যান্সারের লক্ষণ

দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি 

খুব বেশি গরম লাগা বা খুব ঠান্ডা লাগা

মুড সুইং হতে পারে

উদ্বেগ দেখা দিতে পারে

চামড়া খসখসে হতে পারে

বেশি ঘাম হতে পারে

ভয়েস বক্স বড় হয়ে যেতে পারে

ডা. এস এ মল্লিক, কনসালটেন্ট জেনারেল মেডিসিন একটি পডকাস্টে বলেন, ‘‘ভয়েস বক্সের বড় হয়ে যাওয়া যদি আপনি বুঝতে পারেন তাহলে  অবশ্যিই বুঝে নিতে হবে থাইরয়েডের সমস্যা হচ্ছে। থাইরয়েড গ্রন্থি আক্রান্ত হলে শরীরে অনেক সমস্যা দেখা দেয়। বিপাক ক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। থাইরয়েড আমাদের হার্ট রেট কন্ট্রোল করে। এই গ্রন্থি আক্রান্ত হলে পালস রেট কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। থাইরয়েড আমাদের ওভারঅল শরীরের গ্রোথ নিয়ন্ত্রণ করে। সুতরাং থাইরয়েডে সমস্যা হলে কেউ বেশি মোটা হয়ে যেতে পারেন আবার কেউ বেশি চিকন হয়ে যেতে পারেন। থাইরয়েড আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। থাইরয়েড অসুখ হলে হাড় ভেঙে যেতে পারে।’’

পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, যদি থাইরয়েড হরমোন বেশি উৎপাদন হয় তাহলে কম করার  ওষুধ সেবন করতে হবে। আর যদি কম উৎপাদন হয় তাহলে বেশি করার ওষুধ খেতে হবে। শরীরের ভারসাম্য ঠিক রাখতে হলে থাইরয়েড হরমনের উৎপাদন সঠিক মাত্রায় হওয়া প্রয়োজন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ