জাপান যেভাবে আগ্রাসী দেশ থেকে বিনয়ী দেশে পরিণত হলো
Published: 16th, May 2025 GMT
বিশ্বের সভ্য ও উন্নত দেশগুলোর একটি জাপান। কিন্তু দ্বিতীয় বিশ্বাযুদ্ধে পরাজয় বরণের আগ পর্যন্ত জাপান ছিল আগ্রাসী এক দেশ। কিন্তু দ্বিতীয় বিশ্বচলাকালে দেশের মানুষের ওপর যে ভয়বহতা নেমে আসে তা থেকে জাপান যুদ্ধনীতি থেকে সরে আসে। দেশের অভ্যন্তরে ঐক্য ও সাম্য প্রতিষ্ঠায় মনোযোগী হয়। জাপানের এই পরিবর্তনের পেছনে রয়েছে আমেরিকার হিরোশিমা ও নাগাসাকি হামলার প্রভাব।
অনেক দিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল। দেশটির দোকানগুলো খাবার বা পানীয় জল কিছুই পাওয়া যাচ্ছিলো না। উৎপাদন বাড়াতে খেলার মাঠ ও উঠানেও সবজি চাষ শুরু করেছিল তারা। পেট্রোলের নাম এতোটাই বেড়ে গিযেছিল যে সাধারণ মানুষের তা কেনার সামর্থ্য ছিল না। জাপানের রাস্তাঘাটে কোনো পার্সোনাল গাড়ি ছিল না। রাস্তায় শুধু পায়ে হাঁটা মানুষ আর মিলিটারি চলাফেরা করতো। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল ৭ টায় জাপানি রাডারে দক্ষিণ দিক থেকে আসা একটা আমেরিকান বিমান দেখা যায়। সে সময় জাপানে সতর্কতা জারি করা হয়। এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল ৮ টা নাগাদ বিমানটি জাপান থেকে চলে যায়। আসলে এই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি দেখতে। যে স্থানে পারমানবিক বোমাটি ফেলার কথা ছিল সেখানের আবহাওয়া কেমন, সেখানে অন্য কোনো যুদ্ধ বিমান আছে কিনা, এসব পরিস্থিতি দেখে বিমানটি ফিরে যায়। তবে জাপানি এয়ারফোর্স বা সৈনিকরা আমেরিকানদের এই অভিসন্ধি সম্পর্কে কিছুই বুঝতে পারেননি। কারণ সেই সময় এমন বহু শত্রু পক্ষের এমন যুদ্ধ বিমান টহল দিতে আসতো। তাই আক্রমণের কোনো আভাস না পেলে তাদের ওপর আগে থেকে অ্যাটাক করা হতো না। বিমানটি ফিরে যাবার পর সতর্কতা তুলে নেওয়া হয়। রেডিও কার্যক্রম আবার শুরু হয়।
কিছুক্ষণ পর জাপানের আকাশে আরও একটা যুদ্ধ বিমান আসার সিগন্যাল পাওয়া যায়। জাপানের সামরিক সদস্যরা ভাবতে থাকেন এবারও হয়তো এই বিমান জাপানের অবস্থা দেখতেই এসেছে। জাপানি এয়ারফোর্স চাইলেই এই বিমানটি আটকাতে পারতো। এই প্লেনটির মধ্যেই রাখা ছিল ১০ ফুট ২৮ ইঞ্চি লম্বা চার টন ওজনের নীল ও সাদা রঙের পারমাণবিক বোমা। যার নাম ছিল Little Boy.
সকাল ৮টা বেজে ১৫ মিনিটে জাপানের হিরোসিমার চেহারা পুরোপুর বদলে যায়। যখন আমেরিকান প্লেন থেকে বোমা ফেলা হয় হিরোশিমা শহরে ওপর। বোমাটি পড়তে প্রায় ৪৩ সেকেন্ড সময় নেয়। এই সময় হাওয়ার গতি এতোই বেশি ছিল যে, বোমার গতি বদলে নির্দিষ্ট জায়গা থেকে ২৫০ মিটার দূরে একটি সার্জিক্যাল ক্লিনিকের ওপর বিষ্ফোরিত হয়। বোমা ফাটার সঙ্গে সঙ্গে সেই স্থানের তাপমাত্রা ১০ লক্ষ সেন্টিগ্রেটে পৌঁছে যায়। হিরোশিমা শহরের প্রায় ৮০ হাজার লোক সাথে সাথে মারা যায়।
হিরোশিমা আক্রমণের মাত্র তিন দিন পর ৯ আগস্ট জাপানের আরও একটি শহর নাগাসাকিতে আমেরিকা একটি বোমা ফেলে। যেটা নিচে পড়তে মাত্র ৫২ সেকেন্ড সময় নেয়। যে জায়গায় বোমা পড়েছিল তার আশপাশের প্রায় এক কিলোমিটার পুরোপুরি ধ্বংসস্তূপে পরিনত হয়। নাগাসাকি শহরের ক্যাথলিক গির্জার ঠিক ওপরে ফেলা আণবিক বোমা সেদিনই ৭০ হাজারের বেশি বেসামরিক নাগরিকের প্রাণ হরণ করেছিল এবং দীর্ঘমেয়াদি সময়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল আরও অনেক বেশি।
জাপানের প্রতিশোধের পথে হাঁটেনি। তারা যুদ্ধবিরোধি এক শান্তিপ্রিয় দেশ হিসেবে বিশ্বে ফের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সম্রাজ্য হারালেও জাপান হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে শান্তির প্রতীক।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম র ক ব ম নট
এছাড়াও পড়ুন:
এ সপ্তাহের রাশিফল (১৬-২২ আগস্ট)
সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মানসিকভাবে পজিটিভ থাকুন। আর্থিক সফলতা পাবেন। পেশাগত উন্নতি হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ধীরস্থির থাকুন। শারীরিক সুস্থতা নিয়ে টেনশন বাড়বে।
আরো পড়ুন:
এ সপ্তাহের রাশিফল (৯-১৫ আগস্ট)
এ সপ্তাহের রাশিফল (২-৮ আগস্ট)
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কাজে বিরক্তি বোধ করবেন। অকারণে অর্থ খরচ হবে। মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। বড় ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): গবেষণামূলক কাজে সফলতা পাবেন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। আর্থিক দিক খুব ভালো যাবে। প্রতিদিন অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সুনাম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পজিটিভ থাকুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাগত কাজে সফলতা পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যে নতুন ক্ষেত্র তৈরি হবে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। দুর্ঘটনার বিষয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। উদারতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। রোমাঞ্চ শুভ। রাজনীতি ও জনসংযোগ কাজে সফলতা পাবেন। এ সপ্তাহে নানামুখী চাপে থাকতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমে দূরত্ব বাড়বে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): যেকোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। মেজাজ চড়া থাকতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। একান্ত প্রয়োজন না হলে কোনো চুক্তি করবেন না।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পরিবেশ পরিস্থিতি ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। অতিরিক্ত আবেগ বা হীনমন্যতা দাম্পত্য ও পারিবারিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। গোপন শত্রুদের তৎপরতা বাড়বে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বুঝাবুঝি ও মানসিক দূরত্ব দূর হতে পারে।
ঢাকা/ফিরোজ