চুরি করে ধরা পড়েছিলেন এই অভিনেত্রী
Published: 16th, May 2025 GMT
তখন মাত্র তিন বছরের শিশু। বুঝতে শেখার আগেই সে বয়সেই মা-বাবার বিচ্ছেদ দেখেছেন। কিছুদিন পরেই মা আবার বিয়ে করেন। পরে মা ও সৎ বাবার সঙ্গে বেড়ে ওঠার দিনগুলো ছিল অসহনীয়। কারণ, বাবার কাছ থেকে মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কঠিন শাসনে শৈশবের দিনগুলো ভয়ংকর দুর্বিষহ হয়ে ওঠে। হচ্ছিল অভিনেত্রী মেগান ফক্সের শৈশবের কথা। কিশোরী বয়সেই মানসিকভাবে ভেঙে পড়েন। এই জীবন থেকে মুক্তি পেতে আয়ের পথ খুঁজতে থাকেন। সেই পথই তাঁকে নিয়ে আসে অভিনয়ে। মডেলিং দিয়ে ক্যারিয়ার গড়া সেই মেগান ফক্সের আজ জন্মদিন। ১৯৮৬ সালের ১৬ মে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে তাঁর জন্ম।
এই অভিনেত্রীর শৈশবের স্মৃতি এতটাই দুর্বিষহ যে তিনি দীর্ঘদিন বিষণ্নতায় ভুগছিলেন। পরিবার, সহপাঠীদের কাছ থেকে তিনি দূরে সরে যান। দীর্ঘ সময় তাঁর জীবনটাই ছিল বন্ধুহীন। সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজেই এসব কথা স্বীকার করেছিলেন।
মেগান মাত্র পাঁচ বছর বয়স থেকেই নাচের ওপর প্রশিক্ষণ নেন। টানা নাচ শেখার পরে তিনি নিজে উপার্জন করার জন্য মডেলিং শুরু করেন। একের পর এক পুরস্কারও পেতে থাকেন। মডেলিংয়ের জীবনে চাকচিক্য থাকলেও তাঁর মানসিক স্বাস্থ্য ভালো ছিল না। স্কুলে কাটানো দিনগুলো প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, স্কুলে প্রায়ই বুলিংয়ের শিকার হতেন। নিজের খাবারটাও ক্লাসরুমে খেতে পারতেন না।
মেগান ফক্স। রয়টার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল