চুরি করে ধরা পড়েছিলেন এই অভিনেত্রী
Published: 16th, May 2025 GMT
তখন মাত্র তিন বছরের শিশু। বুঝতে শেখার আগেই সে বয়সেই মা-বাবার বিচ্ছেদ দেখেছেন। কিছুদিন পরেই মা আবার বিয়ে করেন। পরে মা ও সৎ বাবার সঙ্গে বেড়ে ওঠার দিনগুলো ছিল অসহনীয়। কারণ, বাবার কাছ থেকে মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কঠিন শাসনে শৈশবের দিনগুলো ভয়ংকর দুর্বিষহ হয়ে ওঠে। হচ্ছিল অভিনেত্রী মেগান ফক্সের শৈশবের কথা। কিশোরী বয়সেই মানসিকভাবে ভেঙে পড়েন। এই জীবন থেকে মুক্তি পেতে আয়ের পথ খুঁজতে থাকেন। সেই পথই তাঁকে নিয়ে আসে অভিনয়ে। মডেলিং দিয়ে ক্যারিয়ার গড়া সেই মেগান ফক্সের আজ জন্মদিন। ১৯৮৬ সালের ১৬ মে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে তাঁর জন্ম।
এই অভিনেত্রীর শৈশবের স্মৃতি এতটাই দুর্বিষহ যে তিনি দীর্ঘদিন বিষণ্নতায় ভুগছিলেন। পরিবার, সহপাঠীদের কাছ থেকে তিনি দূরে সরে যান। দীর্ঘ সময় তাঁর জীবনটাই ছিল বন্ধুহীন। সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজেই এসব কথা স্বীকার করেছিলেন।
মেগান মাত্র পাঁচ বছর বয়স থেকেই নাচের ওপর প্রশিক্ষণ নেন। টানা নাচ শেখার পরে তিনি নিজে উপার্জন করার জন্য মডেলিং শুরু করেন। একের পর এক পুরস্কারও পেতে থাকেন। মডেলিংয়ের জীবনে চাকচিক্য থাকলেও তাঁর মানসিক স্বাস্থ্য ভালো ছিল না। স্কুলে কাটানো দিনগুলো প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, স্কুলে প্রায়ই বুলিংয়ের শিকার হতেন। নিজের খাবারটাও ক্লাসরুমে খেতে পারতেন না।
মেগান ফক্স। রয়টার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের
লিভারপুল ৪:২ বোর্নমাউথ
শুরুতে ছিল আবেগের প্রকাশ, মাঝে উঠল নতুনের জয়গান, আর চরম নাটকীয়তার শেষ অঙ্কে দেখা গেল কারও ঘৃণার জবাব, কারও আবার সামর্থ্যের প্রদর্শনীও।
আজ অ্যানফিল্ডে ২০২৫-২৬ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লিভারপুল-বোর্নমাউথ উপহার দিল একটি থ্রিলারের প্রায় সব রসদই। যে থ্রিলারের শেষ দিকে দুই গোল করে লিভারপুল ম্যাচ জিতে নিয়েছে ৪-২ গোলে।
বিস্তারিত আসছে ...।