ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে: ফরিদা আখতার
Published: 16th, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির নায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। নায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।”
শুক্রবার (১৬ মে) বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। এর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব। যদি ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাব।”
আরো পড়ুন:
গঙ্গা পানি চুক্তি নবায়ন: ভারত যাচ্ছে বাংলাদেশের দল
কেন তৈরি হলো ফারাক্কা বাঁধ
তিনি বলেন, “যে ক্লজগুলো (অনুচ্ছেদ) আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।”
ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এর বিচার আমরা চাইব।”
“সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ অব্যাহত থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব’ বলে যোগ করেন উপদেষ্টা ফরিদা আখতার।
ঢাকা/কেয়া/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নদ উপদ ষ ট উপদ ষ ট ক রব ল
এছাড়াও পড়ুন:
৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের
লিভারপুল ৪:২ বোর্নমাউথ
শুরুতে ছিল আবেগের প্রকাশ, মাঝে উঠল নতুনের জয়গান, আর চরম নাটকীয়তার শেষ অঙ্কে দেখা গেল কারও ঘৃণার জবাব, কারও আবার সামর্থ্যের প্রদর্শনীও।
আজ অ্যানফিল্ডে ২০২৫-২৬ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লিভারপুল-বোর্নমাউথ উপহার দিল একটি থ্রিলারের প্রায় সব রসদই। যে থ্রিলারের শেষ দিকে দুই গোল করে লিভারপুল ম্যাচ জিতে নিয়েছে ৪-২ গোলে।
বিস্তারিত আসছে ...।