ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে: ফরিদা আখতার
Published: 16th, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির নায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। নায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।”
শুক্রবার (১৬ মে) বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। এর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব। যদি ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাব।”
আরো পড়ুন:
গঙ্গা পানি চুক্তি নবায়ন: ভারত যাচ্ছে বাংলাদেশের দল
কেন তৈরি হলো ফারাক্কা বাঁধ
তিনি বলেন, “যে ক্লজগুলো (অনুচ্ছেদ) আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।”
ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এর বিচার আমরা চাইব।”
“সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ অব্যাহত থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব’ বলে যোগ করেন উপদেষ্টা ফরিদা আখতার।
ঢাকা/কেয়া/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নদ উপদ ষ ট উপদ ষ ট ক রব ল
এছাড়াও পড়ুন:
নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল, সমাবেশ
নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ নামে একটি সংগঠন। শুক্রবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি পুষ্পিতা নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- আধ্যাপক জুলেখা আক্তার, শিক্ষক সাবিনা লিনা, কবি শৈকত দে, পরিবেশ আন্দোলনের কর্মী ঋতু পারভী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের আহ্বায়ক আসমা আক্তার, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সদস্য দয়াসোনা চাকমা, গার্মেন্টস ওর্য়াকাস ইউনিয়নের সংগঠক এ্যানি চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন রহমান, ছাত্রফ্রট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার প্রমুখ।
সমাবেশে বক্তারা অব্যাহত নারী নিপীড়ন, অবমাননা, লাঞ্ছনা, ধর্ষণ ও কটুক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ধরে বলেন, জুলাই আন্দোলনে নারীরা ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। অসংখ্য নারী আহত হয় আন্দোলনে আবার প্রাণও দেয় নারীরা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য লড়াই সম্মেলিত ভাবে হলেও ৫ আগস্টের পর আমরা দেখি নারী পুরুষের বৈষম্যের চিত্র স্পষ্ট হচ্ছে। ৫ আগস্টে পর আমরা দেখি পথে ঘাটে লঞ্চে নারীদের মব তৈরি করে লাঞ্ছিত করা হচ্ছে। ধর্ষণের ঘটনা বাড়ছে। আমরা দেখি মৌলবাদী গোষ্ঠীকে ঘরে বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে নারীদের আক্রমণ ও হেনস্থা করার চিত্র।
তারা বলেন, সম্প্রতি নারী সংস্কার কমিশনের বিষয়ে দ্বিমত প্রকাশ করে নারী সংস্কার কমিশনের নেত্রীদের প্রকাশ্যে গালিগালাজ করতে দেখি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
সভায় নারীর অধকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবি তুলে ধরা হয়।