মাহেন্দ্রক্ষণে তিনি ক্লাবে ছিলেন না। ঘাড়ে ব্যথার জন্য থেরাপি নিতে একটু আগেই মতিঝিল ক্লাব ভবন ছেড়েছেন আলফাজ আহমেদ। কিন্তু তাঁর বুকেও তখন চলছে অদৃশ্য ধুকধুকানি। সমীকরণ ছিল পরিষ্কার—ফর্টিসের কাছে আবাহনী হারলেই ২৩ বছর পর দেশের শীর্ষ লিগ জিতবে মোহামেডান। ২০০৭ সালে শুরু হওয়া পেশাদার লিগে এটাই হবে সাদা–কালোদের প্রথম শিরোপা।

সব জল্পনার শেষে, আবাহনী-ফর্টিস ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ঘোষণা হয়ে গেল—তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন মোহামেডান। আর এর নেপথ্য নায়ক আলফাজ।

এই শিরোপা তাঁর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তিনটি ভিন্ন ভূমিকায় মোহামেডানের হয়ে লিগ জয়ের অনন্য রেকর্ড গড়েছেন তিনি—১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে, ১৯৯৯ সালে অধিনায়ক হিসেবে, ২০০৫ সালে জাতীয় লিগ জেতেন অধিনায়ক হয়ে। আর এবার, ২০২৫ সালে কোচ হিসেবে এনে দিলেন পেশাদার যুগের প্রথম লিগ শিরোপা।

আলফাজ যখন মোহামেডানের অধিনায়ক.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আলফ জ

এছাড়াও পড়ুন:

তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি, বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ডাকাতির ঘটনায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা লুটের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

শুক্রবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি দল এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশ তথ্য-প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটিরই এক কর্মচারী মো. তুহিনকে (২৮) আটক করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ জানায়, প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন ও অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই ডাকাতির ছক আঁকেন। ঘটনার দিন উবার রাইড শেয়ারে উত্তরা যাওয়ার সময় তুহিন তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে দলীয় সহযোগীদের পাঠান। এরপর ঠিক নির্ধারিত স্থানে এসে দলটি গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তুহিনের দেওয়া তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবির যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় তালহা নূর (৩৫), শারমিন (২৫), মো. শাহিন শিকদার (৩৭), ইয়াসিন আরাফাত (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৬), মো. শুভ হাওলাদারসহ (২৫) মোট ১৩ জনকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৬৯ হাজার ২৪০ সৌদি রিয়াল, যার মূল্য প্রায় ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত নিবন্ধ