সচেতন রাইডার, নিরাপদ পথ—ইয়ামাহা রাইডারস ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ
Published: 17th, May 2025 GMT
সড়ক নিরাপত্তা—বর্তমান সময়ে একটি অতি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচ্য বিষয়। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় জীবনের নিরাপত্তা পড়ছে হুমকির মুখে। তাই এ বিষয়ে রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে সচেতনতা তৈরির নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের উদ্যোগে দুই বছর পরপর বিশ্বব্যাপী পালিত হয় ‘ইউএন গ্লোবাল রোড সেফটি উইক’, যার উদ্দেশ্য সড়ক নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বাংলাদেশেও জাতিসংঘ ঘোষিত এ সড়ক নিরাপত্তা সপ্তাহকে ঘিরে সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা নানাবিধ কর্মসূচি গ্রহণ করে থাকে। তবে এবারের আয়োজনে ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে মোটরসাইকেলচালকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইয়ামাহা রাইডারস ক্লাব’।
পথচারী ও চালকেরা যেন স্পষ্টভাবে চিহ্নগুলো দেখতে পান, সে জন্য কাজ করছেন ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী ২ নভেম্বর দিবসটি পালিত হয়।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেককে জীবনও দিতে হচ্ছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচারই এখনো অমীমাংসিত রয়ে গেছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে (ফিলিস্তিনের) গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। আমি আবারও এই ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যেকোনো জায়গায় বিচারহীনতা শুধু ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের প্রতিই অন্যায় নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, আরও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং গণতন্ত্রের প্রতি হুমকি।’ তিনি বলেন, সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, প্রত্যেক অপরাধীর বিচার করা এবং সাংবাদিকেরা যাতে সর্বত্র স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘নারী সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা হয়রানিমূলক আচরণ অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে। এ ধরনের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই সাজা হয় না এবং এটি প্রায়শই বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাঁরা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তাঁদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে হবে।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যাঁরা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন, তাঁরা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’