বেড়িবাঁধ থেকে সাগরের দিকে চলে গেছে ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক। বিকেল হলেই সেই সড়কে ভিড় করেন হাজারো দর্শনার্থী। কেউ সড়কের এক পাশে বসে উপভোগ করেন সাগরের রূপ। কেউ আবার সাগরের পানিতে মেতে ওঠেন দাপাদাপিতে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়ক ঘিরে এই চিত্র এখন নিত্যদিনের। পাহাড়-সাগর পরিবেষ্টিত সীতাকুণ্ড উপজেলার নতুন পর্যটন স্পট হয়ে উঠেছে এই ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কটি।
গত ২৪ মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপ উপজেলায় ফেরি সার্ভিস চালু হয়। বাঁশবাড়িয়া ঘাটে ফেরিতে ওঠার সুবিধার্থে নির্মাণ করা হয়েছে সড়কটি। তবে স্থানীয় মানুষের কাছে এ সড়কটিই হয়ে গেছে ঘুরে বেড়ানোর অন্যতম স্থান। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও পর্যটকেরা সড়কটি দেখতে আসছেন।
ফেরিঘাটের পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটি জানায়, অ্যাপ্রোচ সড়কটি ঘিরে প্রতিদিন অন্তত ২-৩ হাজার লোকের সমাগম হচ্ছে। ঘাটের পাশেই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত। সেখানেও আগে থেকেই দর্শনার্থীরা বেড়াতে আসেন।
সাগরের পাশে দৃষ্টিনন্দন সড়কটি দেখতে মানুষের ভিড়। গত শুক্রবার বিকেলে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধানমন্ডির ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক
রাজধানীতে ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়ককে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ‘ফারহান ফাইয়াজ’ এর নামে নামকরণ করে সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (১৭ মে) নামফলকটি উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
এ সময় শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শ্রীপুরে স্পিড ব্রেকারের দাবিতে সড়কে বিক্ষোভ
বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় মেয়ে নিহত
২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
ফলক উন্মোচন শেষে সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান বলেন, “ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণঅভ্যুত্থানে এখানে শহীদ হন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কটির নাম পরিবর্তন করে আজ শহীদ ফারহান ফাইয়াজের নামে নামকৃত ফলক উন্মোচন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, “বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহীদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তী সরকার ও দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি।”
দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে স্মরণীয় করে রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/আসাদ/সাইফ