বন্দরে অজ্ঞাত  গাড়ির ধাক্কায় শাহ পরান (৩৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গত  শনিবার ( ১৭ মে) নিহতের বড় ভাই মোঃ সুলমান বাদী হয়ে বন্দর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে গত শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টা থেকে গত শনিবার (১৭ মে) পৌনে ৯টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায়  চট্টগ্রামগামী লেনে জামাল উদ্দিন টেক্সটাইল মিলের সামনে এ র্দূঘটনাটি ঘটে।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ মে ধামগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ সালামের মাধ্যমে জানতে পারে তার ছোটভাই শাহপরাণ অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাথায় গুরুত্বর জখম প্রাপ্ত হইয়া ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এ ঘটনায় অজ্ঞাতনামা গাড়ীর চালককে আসামী করা হয়েছে।  


বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন য বক ন র য়ণগঞ জ চ লক

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কতা

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারক চক্র শিক্ষার্থী ভর্তির নামে অবৈধ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতারণা এড়াতে এসব প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে ইউজিসি। 

গতকাল রোববার ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালে অনুমোদন পাওয়া এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ কোনো প্রশাসনিক কিংবা একাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র https://ngstu.ac নামে একটি ওয়েবসাইট চালু করে সেখানে ভুয়া তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করছে।

এতে আরও জানানো হয়, ইতোমধ্যে ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখতে পেয়েছে, এতে ‘ভিসি’র নামে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ছবি।

ইউজিসি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। ফলে কেউ যেন বিভ্রান্ত হয়ে কোনোরকম আর্থিক লেনদেন বা ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে অংশ না নেন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে জালিয়াতি এড়াতে ইউজিসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা যোগাযোগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য ইউজিসির ওয়েবসাইটে যাচাই করে নেওয়ার জন্য।
 

সম্পর্কিত নিবন্ধ