সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে দিনভর যানজট, ভোগান্তি চরমে
Published: 19th, May 2025 GMT
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশের মধ্যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে দিনভর দীর্ঘ যানজট চলছে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে থেমে থেমে এ যানজট চলছে। আজ রাজ পৌনে ৯টার দিকেও দেখা গেছে এ পরিস্থিতি।
স্থানীয় বাসিন্দা, যানবাহনচালক ও হাইওয়ে পুলিশের ভাষ্য, একদিকে সরু মহাসড়ক ও অন্যদিকে বিশ্বরোড মোড় গোলচত্বরে বড় আকারের গর্ত ও মোড়ের অব্যস্থাপনাকে কেন্দ্র করে এ যানজটের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ এবং পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ককে চলমান চার লেনে উন্নীতকরণ কাজ ধীরগতিতে চলছে ছয় বছর ধরে। মহাসড়কের এক পাশের কাজ প্রায় শেষ হয়েছে। এই সরু এক পাশ দিয়েই দীর্ঘদিন ধরে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে।
সোমবার সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় এসে চলতে হচ্ছে ১ থেকে ৫ কিলোমিটার গতিতে। এসব গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহনকে হিমশিম খেতে হচ্ছে। এটি মহাসড়কে যানজটের অন্যতম কারণ। মাঝেমধ্যে এসব গর্তে যানবাহন বিকল হয়ে পড়ছে।
স্থানীয় লোকজন জানান, রোববার দিবাগত রাত দুইটা থেকে বিশ্বরোড মোড় থেকে যানজট সৃষ্টি হয়। সকাল আটটার পর থেকে যানজট বাড়তে থাকে। সকাল ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থেমে থেমে এ অবস্থা চলতে দেখা গেছে। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সময়ে কয়েকবার কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে যানজট ছড়িয়ে পড়তে দেখা গেছে। শত শত নারী-পুরুষকে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে। জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহনের হাজারো নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
একটি প্রাইভেট কারের যাত্রী আশীতিপর এক ব্যক্তি প্রশ্ন করেন এ ভোগান্তির শেষ কোথায়? হবিগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক মোস্তফা মিয়া প্রথম আলোকে বলেন, ‘পুরো রাস্তায় যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে বিশ্বরোড মোড় পার হতে। আমরা আছি মহা সমস্যায়।’ পণ্যবাহী কাভার্ড ভ্যানচালক জুয়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রতি সপ্তাহে দুবার এ পথে আসতে হয়। আশুগঞ্জ গোলচত্বর আর সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের কথা মনে অইলে এ পথে আসতে মন চায় না।’
ঈদুল আজহার আর কয়েক সপ্তাহ বাকি। নির্বিঘ্নে ঈদযাত্রার জন্য এখনো কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে ঈদযাত্রার মানুষকে দুর্ভোগে পড়তে হতে পারে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য নজট
এছাড়াও পড়ুন:
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের ভাদুঘরের খাদেমের মাঠের শান্তিনগর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো হোসাইন (১১) ও তার বোন জিন্নাত আক্তার (৮)। তারা একই এলাকার আক্কাস মিয়ার সন্তান।
হোসাইন ও জিন্নাতের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে দুই ভাই-বোন প্রায়ই শাপলা তুলতে যেত। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা শাপলা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা হলেও তারা বাড়িতে ফিরে আসেনি। এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে বাড়ির পাশের ডোবায় হোসাইন ও জিন্নাতের লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তাঁরা ডোবা থেকে ওই দুই শিশুর মরদেহ তুলে বাড়িতে নিয়ে যান।