বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় যুবককে কুপিয়ে জখম
Published: 19th, May 2025 GMT
বন্দরের ছনখোলা এলাকায় আম পাড়া নিয়ে ঝগড়ার জের ধরে সানোয়ার হোসেন নামে একজনকে কুপিয়ে গুরতর আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ১৬ মে দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সানোয়ারের স্ত্রী মুক্ত বেগম বাদী হয়ে গত রোববার রাতে মামলা দায়ের করেন।
মামলায় আসামী কারা হয়, তাওগিদ, তালহা, পারুল, এরশাদ ও শফিউল্লাহকে। মামলায় উল্লেখ করা হয় গত ১৬ মে দুপুরে সানোয়ার তার নিজ গাছের আম পাড়তে গেলে একটি আম বিবাদীদের জমিতে গিয়ে পড়ে। এর সূত্র ধরে বিবাদীরা সানোয়ারকে গালাগালি শুরু করে।
এতে করে সানোয়ার প্রতিবাদ করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে সানোয়ারকে কুপিয়ে জখম করে। পরে বাড়ির অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আগত সানোয়ার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।,
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আলোনসো যেভাবে রিয়ালকে ভয়ংকর এক দল বানালেন
সব ম্যাচ এক রকম হয় না। কিছু ম্যাচ শুধু জয়-পরাজয়ের হিসাব দেয় না, একটা নতুন অধ্যায়ের সূচনা করে। সেই ম্যাচের পর মনে হয়, দলের ভেতরে কিছু একটা বদলে গেছে। লা লিগায় এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো ছিল তেমনই এক ম্যাচ। রিয়াল মাদ্রিদ সে জয়টা উদ্যাপন করেছিল দারুণভাবে। যদিও সেটা কোনো শিরোপা জেতার ম্যাচ ছিল না। বড় ব্যাপার হলো, এমন জয়েও রিয়ালের মধ্যে আত্মতুষ্টি চলে আসেনি। বরং আরও লড়াই চালিয়ে যেতে উজ্জীবিত করেছে।
এল ক্লাসিকোর পর রিয়াল গতকাল রাতে মাঠে নেমেছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এই ম্যাচেও জাবি আলোনসোর দল দেখিয়েছে একই তীব্রতা, শৃঙ্খলা আর জয়ের ক্ষুধা। সব মিলিয়ে এটা সম্ভবত আলোনসোর অধীনে রিয়ালের অন্যতম সেরা পারফরম্যান্স। কারণ, এই জয় শুধু ভালো খেলার নয়, দলের মানসিকতা ও কাঠামোগত পরিবর্তনের প্রতীকও।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১৩টিতে জিতেছে রিয়াল। লিগে ১১ ম্যাচের মধ্যে জয় ১০টিতে, চ্যাম্পিয়নস লিগে তিনের তিনটিতেই। এর মধ্যেই নিজেদের আলাদা একটা পরিচয় তৈরি করে ফেলেছে আলোনসোর রিয়াল।
আরও পড়ুনএমবাপ্পের আরেকটি গোল, নাম লেখালেন ডি স্টেফানো, রোনালদোদের পাশে ২০ অক্টোবর ২০২৫শুধু কৌশলগত দিক থেকেই নয়, দার্শনিক ও মানসিক দিক থেকেও দলে পরিবর্তন আনতে পেরেছেন এই স্প্যানিশ কোচ। খেলোয়াড়রা এখন মাঠে আরও স্বতঃস্ফূর্ত, গতিময় এবং আত্মবিশ্বাসী। খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে বোঝাপড়ায়ও যেন আগের চেয়ে আরও পরিণত। ফলাফল, রিয়াল এখন এমন এক দল, যারা প্রতিপক্ষকে দমিয়ে রাখার পাশাপাশি নিজেদের পরিকল্পনাও নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারে।
এমবাপ্পে ও বেলিংহামের উদ্যাপন