উপসাগরীয় দেশগুলো ইসরায়েলকে থামাতে পারবে?
Published: 19th, May 2025 GMT
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ছিল বিভ্রান্তির এক মহড়া। যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের মধ্যকার সম্পর্কে পুনরায় ভারসাম্য নিয়ে আসা ও দ্বিধাগ্রস্ত ধারণা; উভয় ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। রিয়াদে তিনি সৌদি রাজপরিবারকে বলেছিলেন, ‘কীভাবে জীবন যাপন করতে হয়, সে ব্যাপারে আর কোনো বক্তৃতা’ দেওয়া হবে না। তিনি সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন, যাতে দেশটি ‘নতুনভাবে শুরু’ করতে পারে এবং তিনি উট ও বিলাসবহুল স্থাপত্য দেখে মুগ্ধ হয়েছিলেন। ‘একজন নির্মাণকারী হিসেবে ‘তিনি কাতারি প্রাসাদের ব্যাপারে বলেছিলেন, ‘এটি নিখুঁত মার্বেল’।
জো বাইডেন জামাল খাসোগি হত্যাকাণ্ড এবং ইয়েমেন যুদ্ধে সৌদি সরকারের ভূমিকার জন্য কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপর মনে হয়েছিল, তিনি তা ভুলে গেছেন অথবা বুঝতে পেরেছেন– তিনি কথা রাখতে পারবেন না। ট্রাম্পের কাছ থেকে এমন কোনো মিশ্র ইঙ্গিত পাওয়া যায়নি। যেমন: আপনি ধনী, আমাদের আপনাকে প্রয়োজন। আপনি আপনার মতোই থাকতে পারবেন।
ফলাফল হলো সমান লেনদেন নিয়ে আসা; বিলিয়ন ডলারের চুক্তি এবং লাভের বিনিময়ে দু’পক্ষের সুযোগ-সুবিধা অনুযায়ী লেনদেন বিন্যাস করা। ট্রাম্প তিনটি উপসাগরীয় দেশ সফর করেছিলেন। এগুলো হলো কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। দেশ তিনটির অর্থনৈতিক রূপান্তরে বিশাল জাতীয় প্রকল্প এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে রাজনৈতিক অবস্থানের প্রতি ট্রাম্পের স্বীকৃতি দেওয়ায় তাদের সেটি দেখার আগ্রহ জাগিয়ে তুলেছিল। এই বাসনা কেবল ধনী অজ্ঞ হিসেবেই নয়, বরং নিজেদের প্রচেষ্টায় ক্ষমতার অত্যাধুনিক মধ্যস্থতাকারী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য।
কিন্তু ট্রাম্পের সফরে একটি মৌলিক ফাঁক রয়েছে, যা গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং রাজনৈতিক ঘোষণার কিছু অংশে ধরা পড়েছে। ইসরায়েল যখন গাজায় তার হামলা তীব্র করে তুলেছে, যার মধ্য দিয়ে যুদ্ধবিরতি নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনায় তাদের আগ্রহের অভাব নির্দেশ করে। এ সময় চারদিকে জোরালোভাবে হামলার নিন্দা জানানো হয়। যখন ট্রাম্পকে মার্কিন পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল, তখন একটি স্পষ্ট বিষয় তুলে ধরা হয়নি। আর তিনি এমন একটি দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যারা এই অঞ্চলে সামরিক অভিযানে অস্ত্র সরবরাহ ও রাজনৈতিক সমর্থন দিয়ে অস্থিতিশীল করে তুলেছে।
পুরো ভ্রমণের বৈশিষ্ট্য ছিল এক বিচ্ছিন্নতা। উদীয়মান শক্তিগুলোর একটি ব্লকের সব জোরালো ভাষা ও চিত্রকল্পের মধ্যে যে প্রশ্নটি রয়ে গেল সেটি হলো, এই উঠতি শক্তি ঠিক কী কারণে ব্যবহার করা যেতে পারে। এটি কি কেবল সেই ক্ষমতা, যা এই রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও অনুকূল বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে তাদের অর্থনীতি শক্তিশালী করার অধিকার দেয়? আর তাদের নিন্দা বা ‘বক্তৃতা’ দেওয়ার ভয় ব্যতিরেকে তাদের নিজস্ব জমিতে বৈদেশিক নীতির সুবিধামতো ব্যবহার এবং প্রকল্পগুলো অনুসরণ করার অনুমতি দেয়? নাকি এমন ক্ষমতা যা রাজনৈতিক ফলাফলকে অর্থপূর্ণভাবে প্রভাবিত করা এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েল-ফিলিস্তিনের পথ পরিবর্তন করতে রাজি করাতে পারে। এটি এমন এক বিষয় যা এখন কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং আরব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে।
যুদ্ধ এখন লেবানন ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে; জর্ডান ও মিসর চরম চাপের মধ্যে। ট্রাম্প এখনও গাজা থেকে মানুষকে ‘পুনর্বাসন’ করার লক্ষ্যে তাঁর জাতিগত নির্মূল পরিকল্পনাটি ক্রয় করেই চলেছেন। এখন লিবিয়ার পালা। আর যুদ্ধবিরতি নিশ্চিত করতে তাঁর প্রশাসনের প্রাথমিক দিনগুলোতে যে গতি দেখা গিয়েছিল, তার এখন অস্তিত্ব নেই। কারণ ইসরায়েল গাজার অন্যান্য অঞ্চল দখল করার জন্য অভিযান তীব্র করছে। একদিকে উপসাগরজুড়ে বিলাসবহুল দৃশ্যের উন্মোচন এবং মার্বেলের গুণমান নিয়ে ট্রাম্পের মন্তব্য, অন্যদিকে কয়েক মাস ধরে গাজায় কোনো খাবার, পানি বা ওষুধ প্রবেশ করতে না দেওয়ার ঘটনা।
যদি এই শক্তিগুলোর এখনও তাদের নিজেদের আঙিনায় কী ঘটছে তা নিয়ন্ত্রণ করা এবং এ অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ স্থিতিশীল ও নির্ধারণের ক্ষমতা না থাকে; অথবা যেখানে তাদের অন্য আরবদের ক্ষুধা, বাস্তুচ্যুতি ও নির্যাতন থেকে বাঁচানোর ক্ষমতা এবং দায়িত্ব রয়েছে, সেখানে যদি প্রকৃতপক্ষে তারা নেতৃত্ব গ্রহণ না করে, তাহলে এটি অর্থনৈতিক সাফল্যের একটি বিস্তৃত নাটক। কথার চেয়ে কাজ বড়। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার চেয়ে নিজের ভাগ্যের নিয়ন্তা হওয়াই গুরুত্বপূর্ণ।
নাসরিন মালিক: গার্ডিয়ানের কলাম লেখক;
দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর
ইফতেখারুল ইসলাম
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না
আগামী ২ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট দেওয়ার আগে সমকালের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর কথায় আগামী বাজেটের মূল দর্শন, অগ্রাধিকার, সংস্কার, করনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান, এলডিসি থেকে উত্তরণসহ নানা প্রসঙ্গ উঠে আসে। সাক্ষাৎকার নিয়েছেন মেসবাহুল হক
সমকাল: অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের মূল দর্শন কী হবে?
সালেহউদ্দিন আহমেদ: এবারের বাজেট গতানুগতিক হবে না। বাস্তবায়ন করা যায় এমন বাজেট দেওয়া হবে। আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে বাজেটে সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। সহায়তা না পাওয়া গেলে বাজেট দেওয়া কঠিন হয়ে যেত। তবে যথাসম্ভব অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর উদ্যোগ থাকবে। বাজেটের লক্ষ্য থাকবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।
আগে ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হলেও সাধারণ মানুষ এর সুফল পায়নি। আগামী বাজেটের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে চেষ্টা করা হবে। সমতাভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপ থাকবে। এবারের বাজেটের অন্যতম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এখন ৯ শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতি আগামী ডিসেম্বরের মধ্যে সাড়ে সাত বা আট শতাংশে নামিয়ে আনতে পারব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ বাড়ানো হবে। বাজারে কিছু মধ্যস্বত্বভোগীর প্রয়োজন, কিন্তু আমাদের এখানে অনেক বেশি। একটি অংশ চাঁদা আদায় করে। এগুলো নিয়ন্ত্রণ কিন্তু অর্থনৈতিক ব্যাপার নয়, আইনশৃঙ্খলার ব্যাপার। রাজনীতির ব্যাপারও রয়েছে।
সমকাল: ব্যবসা-বাণিজ্যের জন্য কী কী উদ্যোগ থাকবে?
সালেহউদ্দিন আহমেদ: আমাদের মূল লক্ষ্য ব্যবসা আরও সম্প্রসরিত করা। এটি করা গেলে প্রত্যেক মানুষ সুবিধা পাবে। ‘অলিগার্ক’ প্রতিষ্ঠা হয়ে গেলে অন্যরা সুবিধা পায় না। ছোট ছোট ফার্ম আসবে। এতে গুণগত মান বাড়বে। এসএমই ডেটাবেইজ তৈরি করা হবে। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের তহবিল আছে। প্রয়োজনে তহবিল বাড়ানো হবে।
সমকাল: আপনি আগে বলেছিলেন, আইএমএফের ঋণ ছাড়াই বাজেট দেবেন। এখন কেন তাদের ঋণ ছাড়া বাজেট দেওয়া কঠিন হতো বলে মনে করছেন?
সালেহউদ্দিন আহমেদ: আমাদের অবস্থান ছিল মুদ্রাবিনিময় হারে আইএমএফ যেভাবে চাইছে, নমনীয়তা দেখাব না। পরে আলোচনায় একটা সমঝোতা হয়েছে। আইএমএফের অর্থ না পাওয়া গেলে অন্যান্য সংস্থার বাজেট সহায়তা পাওয়া যেত না। এতে করে বাজেট আরও ছোট করতে হতো। অথবা আরও বেশি ট্রেজারি বিল-বন্ড ইস্যু করার প্রয়োজন হতো। এতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এসব চিন্তা করে অর্থ নেওয়া হয়েছে।
সমকাল: আইএমএফও কর-জিডিপি অনুপাত বাড়ানোর পরামর্শ দিয়েছে। কর আদায় বাড়াতে গিয়ে নিম্ন-মধ্য আয়ের মানুষের ওপর কোনো চাপ বাড়বে বলে মনে করেন?
সালেহউদ্দিন আহমেদ: আমি মনে করি, চাপ বাড়বে না। জনগণ যে কর দেয় তার একটা অংশ সরকারি কোষাগারে জমা হয় না। আদায়কারী করকর্তাদের পকেটে চলে যায়। ক’দিন আগে একজন কমিশনার ১০০ কোটি টাকা করের মধ্যে ৬০ কোটি টাকা ছাড় দেখিয়েছে। এর মধ্যে কত নিজে তিনি নিয়েছেন, তিনিই ভালো জানেন। বিষয়টি জানতে পেরে আমি এনবিআর চেয়ারম্যানকে বলেছি, আগে ‘সাসপেন্ড’ করো, তারপর পুলিশে দাও। এগুলো বন্ধ করার পাশাপাশি কর ফাঁকি বন্ধেরও উদ্যোগ থাকবে। তাছাড়া করছাড়ও কমিয়ে আনা হবে। এসব উদ্যোগে জনগণের ওপর আর চাপ দেওয়া লাগবে না।
সমকাল: বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকবে কী?
সালেহউদ্দিন আহমেদ: কোনো খাতেই কোনোভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। কালো টাকার উৎস বন্ধে আমি চেষ্টা করছি, যে দামে জমি কেনাবেচা হয়, সে দামেই হবে জমির নিবন্ধন বা দলিল। এক্ষেত্রে করও কমানো হবে। এত তাড়াতাড়ি করা সম্ভব হবে কিনা জানি না। গুলশানে প্রতি কাঠা জমি ১৫ কোটি টাকায় বিক্রি হলেও দলিল হয় ৫ কোটি টাকায়। এভাবে কেনাবেচায় দু’পক্ষই বিপদে পড়েছে। অনেকে ঘুষটুষ দিয়ে এখান থেকে পার পাচ্ছে। আমরা এ প্রবণতা বন্ধ করতে চাই।
সমকাল: জ্বালানি সংকটসহ নানা সমস্যা নিয়ে উদ্যোক্তারা উদ্বেগ জানিয়ে আসছেন। বাজেটে বিনিয়োগকারীদের জন্য কী বার্তা দেবেন?
সালেহউদ্দিন আহমেদ: এ সরকার আসার পরই সবাই দাবি-দাওয়া নিয়ে আসছে। অনেক দাবি যে যৌক্তিক, তাও নয়। তবে সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। বিনিয়োগ বাড়াতে যেভাবেই হোক জ্বালানি নিশ্চিত করা হবে। সার ও জ্বালানি বিষয়ে কোনো আপস করা হবে না। যত টাকা লাগবে, দেওয়া হবে। গ্যাস ও বিদ্যুতের দামও বাড়ানো হবে না। তবে সিস্টেম লস কমিয়ে ভর্তুকি কমানোর উদ্যোগ নেওয়া হবে।
সমকাল: অর্থনীতিবিদরা বলছেন, আগামী বাজেটে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট ধারণা দিতে হবে। এসব বিষয়ে কী থাকছে বাজেটে?
সালেহউদ্দিন আহমেদ: দেশের দুর্বল ব্যাংক একীভূতকরণ বা অবসায়নসহ সার্বিক ব্যবস্থাপনায় ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ জারি করা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে আলাদা বিভাগ প্রতিষ্ঠায় আলাদা নতুন আইন হয়েছে। আমানতকারীদের বহু টাকা বেহাত হয়ে গেছে। কীভাবে তাদের অর্থ পরিশোধ করা যায়, সে বিষয়ে বাংলাদেশ পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে ৬টি ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাকিগুলোও করা হবে। যাদের বড় বড় আমানত যেমন– ১০ কোটি টাকা চাইলেই হুট করে দেওয়া সম্ভব হবে না। ছোট ছোট আমানত দেওয়া সঙ্গে সঙ্গেই দেওয়া হবে। বড় আমানতের ক্ষেত্রে ব্যাংকের শেয়ারহোল্ডার হওয়ার ‘অপশন’ দেওয়া হবে। কাউকে বন্ড বা শেয়ার দেওয়া হতে পারে। এসবের জন্য আলাদা একটি তহবিল গঠন করবে সরকার।
সমকাল: এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তারা আন্দোলন করছেন। তারা কলমবিরতিতে রয়েছেন। এর সমাধান কীভাবে হবে?
সালেহউদ্দিন আহমেদ: রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি করতে আলাদা বিভাগ করায় এনবিআরের লোকজন হইচই করছেন। আমরা এখানে ‘কম্প্রোমাইজ’ করব না। ২০০৮ সালে চেষ্টা করা হয়েছিল। তখন কর্মকর্তারা করতে দেননি। সচিব পদ নিয়ে এনবিআরের কর্মকর্তারা ভুল ধারণায় আন্দোলন করছেন। অধ্যাদেশের কোনো জায়গায় বলা হয়নি যে, সচিব নির্দিষ্ট ক্যাডার থেকে নেওয়া হবে। ব্যবস্থাপনায় অগ্রাধিকার দেওয়া হবে কর এবং কাস্টমসকে। তারা এতেও সন্তুষ্ট নন।
সমকাল: সার্বিকভাবে নতুন বাজেটে অগ্রাধিকার কী থাকছে?
সালেহউদ্দিন আহমেদ: সার্বিকভাবে বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বাড়তি নজর থাকবে। স্বাস্থ্যসেবায় টাকা কম দেওয়া হয় তা নয়, কিন্তু বাস্তবায়ন খুব খারাপ। যন্ত্রপাতি পড়ে থাকে, নষ্ট হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু মৌলিক বিষয় পরিচালন বাজেটে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। সার্বিকভাবে প্রকল্পনির্ভর না হয়ে শিক্ষা ও স্বাস্থ্যে পরিচালন বাজেট বড় হবে। ইতোমধ্যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের দেনাপাওনাসহ অনেক বকেয়া ইস্যু সমাধান করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা কিছুটা বাড়ানো হবে।
সমকাল: বাজেটে কর কাঠামোতে বড় কোনো পরিবর্তন থাকছে?
সালেহউদ্দিন আহমেদ: সরকারের আয় বাড়াতে বাজেট ব্যবসাবান্ধব করা হবে। আগের মতো বড় বড় প্রতিষ্ঠান সুবিধা পাবে এমনটি হবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এর আগে মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠান বাড়তি সুবিধা পাওয়ায় অনেক ভালো উদ্যোক্তা পিছিয়ে পড়েছেন। এবার তা হবে না।