৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে সোমবার ফিরে এলেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকোর্নো। ২০২১ সালে ‘টিটান’ ছবির জন্য পাম দ’ওর জয়ী এই পরিচালক এবার হাজির হয়েছেন তার নতুন ছবি ‘আলফা’ নিয়ে। একই দিন প্রতিযোগিতার অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে সুইডিশ-মিশরীয় পরিচালক তারিক সালেহর রাজনৈতিক থ্রিলার ‘ঈগলস অফ দ্য রিপাবলিক’

সিনেমাটি দিয়ে চার বছর পর কানে ফিরলেন জুলিয়া দুকোর্নো। তার নতুন ছবি আলাফাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আগ্রহ। ছবিতে দেখা যাবে কিশোরী ‘আলফা’র জীবন, চরিত্রে নতুন মুখ মেলিসা বোরোশ। ছবির অন্যান্য চরিত্রে আছেন গোলশিফতে ফারাহানি ও তাহার রহিম। ‘টিটান’-এর চেয়ে অনেক বেশি সংযত নির্মিত এ ছবিকে বলা হচ্ছে পরিচালক দুকোর্নোর সবচেয়ে নিজস্ব ভাবনা চিন্তার দিক।

একই দিন প্রতিযোগিতায় অংশ নেয় ‘ঈগলস অফ দ্য রিপাবলিক, যা মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনব্যবস্থাকে নিশানা করেছে। সালেহ বলেন, “আমি ওনার  ভক্ত না, কিন্তু তিনিই আমার সিনেমায় বারবার আসেন কারণ তিনি বাস্তবতার অংশ।

 এদিকে সোমবার লালগালিচায় নজর কাড়েন ইসাবেল হুপার, যিনি তার নতুন ছবি `লা ফেমে লা প্লাস রিচ ডু মন্ড' এর প্রদর্শনীতে হাজির হন।

এছাড়া বিতর্কের জন্ম দেন কেভিন স্পেসি। যৌন নিপীড়নের একাধিক মামলায় অভিযুক্ত এই অভিনেতা ‘Better World Fund’-এর উদ্যোগে সম্মাননা পাচ্ছেন কানে। আয়োজকেরা জানান, “তিনি বিচারে নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং তার শিল্পমেধার জন্য সম্মানপ্রাপ্য।”

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

নড়াইলে একসঙ্গে তিন মেয়ের জন্ম দিলেন গৃহবধূ

নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন মেয়ের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার সকালে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

হাসপাতালের গাইনি চিকিৎসক স্বরূপ গোলদার প্রথম আলোকে বলেন, প্রথম থেকেই ওই রোগী তাঁদের ফলোআপে ছিল। আজ সকালে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। এখন মা ও তাঁর সন্তানেরা সুস্থ আছেন।

হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের সঙ্গে বিয়ে হয় আলপনা খানমের। আজ সকালে প্রসূতি ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে লোহাগড়া উপজেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তানদের ঝুঁকির কথা ভেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বরূপ গোলদার অস্ত্রোপচার করেন। তিনি তিন কন্যাসন্তানের জন্ম দেন।

একসঙ্গে তিন সন্তানের জন্ম এবং সন্তানদের সুস্থ দেখে খুশি গৃহবধূর পরিবার। তাঁর স্বামী খন্দকার সজীব হাসান বলেন, ‘বিয়ের তিন বছর পর আমাদের ঘরে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার এতে অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।’

সম্পর্কিত নিবন্ধ