হাটহাজারীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, পিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
Published: 20th, May 2025 GMT
চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে মানিক (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১২টায় উপজেলার দক্ষিণ মাদার্শার আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মানিক ঐ এলাকার মৃত জামালের পুত্র। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহমদীয়া পাড়ায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মানিককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
একাধিক সূত্র জানায়, রবিবার মানিকের সঙ্গে স্থানীয় যুবদল নেতা তৌহিদের সংঘর্ষ হয়। এতে তৌহিদ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার রেশ ধরে রাতে মানিককে অজ্ঞাত কিছু লোক মারধর করে। নিহত মানিক ও তৌহিদ সম্পর্কে চাচা-ভাতিজা।
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান বাদশা বলেন, “শুনেছি দুই পক্ষের সংঘর্ষে মানিক মারা গেছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।”
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহম্মেদ আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদ চৌধুরী এবং ওসি আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস