বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন। তারা সফল হলে বাংলাদেশি সাঁতারু হিসেবে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল অতিক্রমের কীর্তি গড়বেন।

এর আগে ১৯৮৭ সালে বাংলাদেশি সাঁতারু মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৬৫ সালে আবদুল মালেক চ্যালেঞ্জ জয় করেন। তাদের আগে ১৯৫৮ থেকে ১৯৬১ পর্যন্ত তিন বছরে ছয়বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতারু ব্রজেন দাস। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কীর্তি গড়েন তিনি। 

এবার ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আগামী ৭ জুলাই যুক্তরাজ্যে যাবেন সাগর ও হিমেল। যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা আটলান্টিক মহাসাগরে এই চ্যানেল অতিক্রম করার লড়াইয়ে তাদের সঙ্গে ভারতের দুই সাঁতারু থাকবেন। তারা চারজন যুক্তরাজ্যের ডোভারে শেক্‌সপিয়ার বিচ থেকে সাঁতার শুরু করে ৩৭ কিলোমিটার দূরে ফ্রান্সের কাপ গ্রিস নিজ বিচে যাত্রা শেষ করবেন।

ইংলিশ চ্যানেলের চ্যালেঞ্জ নিয়ে সাঁতারু হিমেল বলেন, ব্রজেন দাস স্যার এবং মোশাররফ হোসেন স্যারের পর আমরা দু’জন বাংলাদেশি যাচ্ছি। নিঃসন্দেহে এটা একটা ব্রেক-থ্রু। এটা গর্বের বিষয়। আশা করি এখন যে প্রজন্ম আছে তারাও আমাদের থেকে অনুপ্রেরণা পাবে।’

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মূল চ্যালেঞ্জ ঠান্ডা পানি। জাহাজ চলাচলের রাস্তা হওয়ায় বড় ঢেউয়ের মুখে পড়তে হয়। আবার জেলিফিশও আক্রমণ করতে পারে। হিমেল বলেন, ‘ওখানে জেলি ফিশ আছে। পানির তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আমি চীনে ১৯ ডিগ্রিতে সাঁতার কেটেছি। তবে ১৫ ডিগ্রি হলে চ্যালেঞ্জিং হবে।’

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে একজন সাঁতারুর ১০ লাখ টাকার মতো খরচ হচ্ছে। যুক্তরাজ্যে গিয়ে ১০ দিন প্রস্তুতি নেবেন তারা। ১৭ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সাগরে নামবেন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সূর্যবংশীর নতুন রেকর্ড, ধোনির চেন্নাইকে উড়িয়ে শেষটা রাঙাল রাজস্থান

বৈভব সূর্যবংশী ব্যাট হাতে ঝড় তোলা মানেই যেন আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো না কোনো রেকর্ড গড়া। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও আজ স্বভাবসুলভ ব্যাটিংই করলেন সূর্যবংশী। ৪টি করে চার ও ছক্কায় রাজস্থান রয়্যালসকে উপহার দিলেন ৩৩ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস।

ওই ৪ ছক্কায় শেষটি মেরেই সূর্যবংশী গড়লেন নতুন রেকর্ড। আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪টি ছক্কা মারলেন তিনি, যা এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।

২০১৭ আসরে ঋষভ পন্তও ২৪টি ছক্কা মেরেছিলেন। সেই সময় পন্তের বয়স ছিল ১৯ বছর ৭ মাস। সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই পন্তকে ছুঁয়ে ফেললেন। কিন্তু এককভাবে রেকর্ডটা নিজের করে নিতে পারবেন না তিনি।

কারণ, এই ম্যাচটিই যে এবারের মৌসুমে রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচ ছিল! প্লে–অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়া রাজস্থান অবশ্য শেষটা দারুণভাবে রাঙিয়ে রাখল। চেন্নাইকে উড়িয়ে দিল ৬ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৮৭/৮ (মহাত্রে ৪৩, ব্রেভিস ৪২, দুবে ৩৯, ধোনি ১৬; আকাশ ৩/২৯, যুধবীর ৩/৪৭, হাসারাঙ্গা ১/২৭, দেশপান্ডে ১/৩৩)।

রাজস্থান রয়্যালস: ১৭.১ ওভারে ১৮৮/৪ (সূর্যবংশী ৫৭, স্যামসন ৪১, জয়সোয়াল ৩৬, জুরেল ৩১*; অশ্বিন ২/৪১, কম্বোজ ১/২১, নুর ১/৪২)।

ফল: রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আকাশ মাধওয়াল।

সম্পর্কিত নিবন্ধ