ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কড়া বার্তা খামেনির
Published: 21st, May 2025 GMT
ইউরেনিয়াম সমৃদ্ধ করতে নিষেধ করায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, পরমাণু কর্মসূচি বাস্তবায়নে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে আমরা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করছি না। কেউ এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিল কিনা, তা পরোয়া করি না। গতকাল মঙ্গলবার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শেষ পর্যন্ত ফল বয়ে আনবে কিনা, তা নিয়ে সন্দিহান তেহরান।
গত এপ্রিলের মাঝামাঝি থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চার দফা আলোচনা হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। আলোচনার লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। তেহরানের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তেহরানকে দাবি মেনে নিতে চাপ সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে পঞ্চম দফা আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতালির রোমে এই আলোচনা চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় বসার পর তেহরানের সঙ্গে ২০১৫ সালে করা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। গত জানুয়ারিতে আবারও ক্ষমতায় এসে ট্রাম্প নতুন চুক্তিতে যেতে চান। এর পরই দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।
ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.
মার্কিন প্রতিনিধি দলের প্রধান স্টিভ উইটকফ ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখাকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আর ১ শতাংশ সমৃদ্ধকরণও ওয়াশিংটন মেনে নেবে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র ইউর ন য় ম
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন