বডি শেমিং বা পোশাক নিয়ে প্রায়ই কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন শোবিজ অঙ্গনের তারকারা। এ তালিকায় অভিনেতাদের চেয়ে অভিনেত্রীর সংখ্যা অত্যাধিক। এমনই ঘটনার মুখোমুখি হলেন ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী তনুশ্রী গোস্বামী।

গতকাল ছিল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের ‘ত্রিশা ভৌমিক’ অর্থাৎ শ্রীতমা রায়চৌধুরীর জন্মদিন। সহকর্মীদের বিশেষ দিনে সেজেগুজে হাজির হয়েছিলেন তনুশ্রীসহ পুরো টিম। সেই অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন তনুশ্রী। তারপরই তনুশ্রীকে কটাক্ষ করে মন্তব্য করেন নেটিজেনদের কেউ কেউ।

টিভি পর্দায় মা-কাকির চরিত্রে অভিনয় করলেও তনুশ্রীর বয়স ৪৫ পার হয়নি। গতকাল অনুষ্ঠানে কালো নুডলস স্ট্র্যাপের ওয়ান পিস পরেছিলেন তনুশ্রী। তাতে ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে। তনুশ্রীকে এমন লুকে দেখে শুক্লা মৈত্র নামে একজন লেখেন—“বুড়ি কি পরেছে, আয়নার সামনে দেখে না।” এ মন্তব্য তনুশ্রীর চোখে পড়েছে। জবাবে এই অভিনেত্রী লেখেন, “দেখি দিদি, আমি আয়না দেখে খুশি হেই। আর আপনি অন্যদের দেখে কষ্ট পান।”

আরো পড়ুন:

বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

অনেক প্রস্তাব পেয়েছি, তবু রাজি হইনি: হানিফ সংকেত

অন্য একজন তনুশ্রীর পোস্টে লেখেন, “বুড়ো বয়সে কী ড্রেস আপ!” এ মন্তব্যেরও জবাব দিয়েছেন তনুশ্রী। এ অভিনেত্রী লেখেন, “আপনি কচি বয়সে বোরখা পরে থাকুন না! আর আপনার বাড়ির লোকেদেরও পরান। কেউ তো বারণ করেনি। আমি আমার টাকায় ড্রেস কিনে পরেছি। এত হিংসে করবেন না প্লিজ। আপনারও হবে।”

নেটিজেনেদের কেউ কেউ তনুশ্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেও অনেকেই তার ভূয়সী প্রশংসা করছেন।

মঞ্চনাটক দিয়ে অভিনয়ের হাতেখড়ি তনুশ্রীর। তার আগে দীর্ঘসময় সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছেন। ২০১০ সাল থেকে টলিউডে কাজ করছেন। মূলত, টিভি সিরিয়ালেই ব্যস্ত সময় পার করছেন। ‘নিম ফুলের মধু’, ‘ফেলনা’, ‘হৃদ মাঝারে’, ‘এক্কা দোক্কা’, ‘আলো ছায়া’, ‘সোনা রোদের গান’, ‘রানি রাশমনি’, ‘কপাল কুণ্ডলা’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তনুশ্রীকে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

চিকিৎসায় আর্থিক সহায়তা নয়, সবার কাছে দোয়া চাইলেন ফরিদা পারভীনের ছেলে

বাংলা লোকসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী, লালনসাধনার অঙ্গনে এক উজ্জ্বল তারকা ফরিদা পারভীন আজ অসুস্থ। তাঁর এই অসুস্থতা যেন কেবল একজন শিল্পীর শরীরের দুর্বলতা নয়-এ যেন বাংলা গানের এক প্রিয় কণ্ঠের স্তব্ধ হয়ে যাওয়া। কিন্তু তবুও, এই দুঃসময়ে আর্থিক সহায়তার কথা উচ্চারণ করেননি তিনি। বরং হাত জোড় করে চেয়েছেন-সবাই যেন তার জন্য দোয়া করে।

যদিও ইতোমধ্যে ফরিদা পারভীনের অনেক শুভাকাঙ্খীই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে আসছিলেন, আর্থিক সঙ্কটের কারণে ফরিদা পারভীনের চিকিৎসা হচ্ছিল না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি একেবারেই অস্বাীকার করেছেন শিল্পীর ছেলে ইমাম জাফর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম। প্রয়োজন হলে তার নিজস্ব সঞ্চয় দিয়েই চিকিৎসা সম্ভব। তাই কেউ যেন ভেবে না বসেন, মা আর্থিক সংকটে আছেন।’

একজন শিল্পী, যিনি সারাজীবন আমাদের হৃদয়ে গেয়েছেন আত্মার গান, মানবতার গান, আজ তার পাশে দাঁড়ানোর সময়। আর তিনি চেয়েছেন শুধু একটি জিনিস-প্রার্থনা।

ইমাম জানান, ‘আম্মার কিডনির সমস্যাটা ২০১৯ সাল থেকেই চলছে। এখন ডায়ালাইসিস শুরুর পর শরীর আরও দুর্বল হয়ে গেছে। আমাদের সবাই—আমি, আমার ভাইবোন, তাদের জীবনসঙ্গীরা-নিজ হাতে আম্মার সেবা করছি। এই সময়ে সরকার থেকেও জানতে চাওয়া হয়েছে, কোনো সহায়তা দরকার কি না। কিন্তু মা স্পষ্ট জানিয়েছেন, তিনি তা নিতে চান না।’

এই প্রজ্ঞাময় শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা রেখে ইমাম জাফর সবার প্রতি অনুরোধ জানিয়েছেন-গুজব নয়, দোয়া ছড়ান।

তিনি আরও বলেন, ‘আমার মা যেন আবার গানে ফিরতে পারেন, আবার মঞ্চে দাঁড়িয়ে গেয়ে ওঠেন-এই প্রার্থনা করি। আপনারাও তার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের সংগীতাঙ্গনে ফরিদা পারভীনের অবদান অনস্বীকার্য। নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে শুরু করে সাধক মোকসেদ আলী শাহের কাছে তালিম নেওয়া লালনের গান দিয়ে যিনি পৌঁছে গেছেন বাংলার হৃদয়ে। আজ সেই শিল্পীর জন্যই আমাদের প্রার্থনা দরকার।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে ঘরে লুট, একজনের মৃত্যু
  • খুলনায় মেলা ঘিরে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্যবিরোধী দুই নেতাকে শোকজ
  • টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
  • রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন
  • ‘রব্বানা হাবলানা’: পরিবারের জন্য এক অমূল্য দোয়া
  • ‘৪০০ রেকর্ড লারার মতো কিংবদন্তিরই থাকুক’, কোচকে বলেছিলেন মুলডার 
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  • টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন আরোহী নিহত
  • নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল: উপমা
  • চিকিৎসায় আর্থিক সহায়তা নয়, সবার কাছে দোয়া চাইলেন ফরিদা পারভীনের ছেলে