নিউইয়র্কে শুরু হয়েছে ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫
Published: 22nd, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল বুধবার শুরু হয়েছে তিন দিনের ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া-২০২৫। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থা ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত সংবাদমাধ্যমের এই বিশ্ব সম্মেলন বিশ্বের ৫০টির বেশি দেশের ৬০০-এর বেশি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নির্বাহীরা অংশগ্রহণ করছেন।
‘ভবিষ্যতের সংবাদমাধ্যম কীভাবে এগোবে—বিশ্বরাজনীতি, সার্চ ইঞ্জিনের পতন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব, অর্থনৈতিক সংকট—এসব গুরুত্বপূর্ণ প্রসঙ্গের জবাব খুঁজবে এই কংগ্রেস।’আর্ল জে উইলকিনসন, নির্বাহী পরিচালক, ইনমা২১ থেকে ২৩ মে পর্যন্ত চলা এই বিশ্ব সম্মেলনে মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য চলমান চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা ও বিশেষজ্ঞদের পরিচালিত সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের ওয়ার্ল্ড কংগ্রেসের থিম ‘হাউ টু টার্ন ইকোসিস্টেম কেওস ইনটু মিডিয়া অপরচ্যুনিটি’ বা ইকোসিস্টেমের বিশৃঙ্খলাকে কীভাবে গণমাধ্যমের সুযোগে রূপান্তর করা যায়।
ইনমার নির্বাহী পরিচালক আর্ল জে উইলকিনসন সম্মেলন প্রসঙ্গ বলেছেন, ‘ভবিষ্যতের সংবাদমাধ্যম কীভাবে এগোবে—বিশ্বরাজনীতি, সার্চ ইঞ্জিনের পতন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব, অর্থনৈতিক সংকট—এসব গুরুত্বপূর্ণ প্রসঙ্গের জবাব খুঁজবে এই কংগ্রেস।’
এবারের ওয়ার্ল্ড কংগ্রসের প্রধান ইভেন্টগুলোর মধ্যে শুরুতেই ছিল শিক্ষাসফর বা স্টাডি ট্যুর। এর অংশ হিসেবে গত সোম ও মঙ্গলবার নিউইয়র্কের শীর্ষ সংবাদমাধ্যম, যেমন নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি, গার্ডিয়ান ও রয়টার্স কার্যালয় পরিদর্শন করেন ৮৩ জন মিডিয়া প্রতিনিধি। এরপরই রয়েছে দুই দিনব্যাপী সম্মেলন। নিউইয়র্কের টাইমস সেন্টারে ২১ ও ২২ মে অনুষ্ঠিত হচ্ছে মূল সম্মেলন।
মূল সম্মেলনের শেষ দিন রাতে দেওয়া হবে বিশ্ব মিডিয়া অ্যাওয়ার্ডস-২০২৫। এ জন্য নিউইয়র্কের এডিসন হোটেলের বলরুমে আয়োজিত হবে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ডিনার। এ বছর ৪৯টি দেশের ২৮৬টি মিডিয়া ব্র্যান্ড থেকে ৮৩৯টি অংশগ্রহণপত্র জমা পড়ে।
কাল ২৩ মে লিঙ্কন সেন্টারে অনুষ্ঠিত হবে গভীর কৌশলভিত্তিক অধিবেশন। এ ছাড়া সম্মেলনে থাকবে নেটওয়ার্কিং ইভেন্ট, আস্ক মি এনিথিং সেশন এবং গ্লোবাল মিডিয়া নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে গ্লোবাল ট্রেন্ডস, উদ্ভাবনী ধারণা ও সফল রূপান্তরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশ থেকে এবারের এই বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধিরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন উইয়র ক
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, ক্লাস শুক্র ও শনিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৬তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে (পিএমআইআর) ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বিবরণ-১. প্রোগ্রামের মেয়াদ ১৮ মাস, ৩ সেমিস্টার।
২. কোর্সের সংখ্যা ১২টি।
৩. ক্লাস হবে শুক্র ও শনিবার।
৪. আবেদন ফরম: ১৯০০ টাকা।
৫. অনলাইনে আবেদন করার ওয়েবসাইট http://www.duir.ac.bd/pmir
ভর্তির যোগ্যতা-১. যেকোনো বিভাগে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
২. সব পাবলিক পরীক্ষায় ২য় শ্রেণি বা ডিভিশন অথবা সিজিপিএ ২.৫ (8.০০-এর মধ্যে) থাকতে হবে।
৩. আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের বিশেষভাবে সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য০৪ মে ২০২৫পরীক্ষার বিস্তারিত-১. লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং প্রফেশনাল অভিজ্ঞতা ৫ নম্বরের।
২. পরীক্ষা হবে: অ্যানালিটিক্যাল স্কিল, আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক জ্ঞান, ইংরেজি দক্ষতা।
ভর্তির বিস্তারিত তথ্য-১. আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২০ জুন ২০২৫, শুক্রবার।
৩. ভর্তি পরীক্ষার ফলাফল: ৩০ জুন ২০২৫।
৪. ভর্তির তালিকা প্রকাশ: ১০ জুলাই ২০২৫।
৫. ক্লাস শুরুর তারিখ: ১৮ জুলাই ২০২৫।
*বিস্তারিত তথ্যের জন্য ঢুঁ মারুন এই ওয়েবসাইটে