বগুড়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আহত ৩
Published: 23rd, May 2025 GMT
বগুড়ার গাবতলীতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার বিকেলে গাবতলী উপজেলার চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে ছেড়ে আসা সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নামে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়।
আহতরা হলেন, নিহত সাইফুল ইসলামের স্ত্রী রুবিয়া ইসলাম বিউটি (৫৫), টিপু সুলতান (৪৫), আলমগীর হোসেন আলম (৪২)। সাইফুল ইসলাম গাবতলী সদরের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ল ইসল ম গ বতল
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ২১ দিনের কর্মসূচি ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ২১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোডের সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কর্মসূচি ঘোষণা করেন। গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের উপযুক্ত অন্যান্য সহযোগিতা প্রদানের জন্য দাবি জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচিতে রয়েছে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও দলের দুই শহীদ বদিউজ্জামাল ও আল রংপুরে তিন শহীদের কবরে শ্রদ্ধা জ্ঞাপনসহ সারাদেশে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ; ১৮ জুলাই গণঅভ্যুত্থানের আকাংখ্যা বাস্তবায়নে শ্রমিক গণসমাবেশ; ২৫ জুলাই নারায়নগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারসহ গণসমাবেশ; ২ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি। এছাড়া গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলের পোস্টার ও ‘ডাক দিয়ে যাই’ শীর্ষক কেন্দ্র ও জেলায় জেলায় এসব কর্মসূচি পালিত হবে।
নির্বাচন নিয়ে জনমনে আবারও শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনারও নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। তিনিও জানেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন।
এবারের জন্য কেবল সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান সাইফুল হক। একইসঙ্গে ফ্যাসিবাদী জমানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার প্রক্রিয়া নির্বাচনের আগে দৃশ্যমান করার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদ সই করতে পারবো।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদ সদস্য আকবর খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।