ফেসবুকে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ওষুধ বিক্রির ফাঁদ, গ্রেপ্তার ১
Published: 24th, May 2025 GMT
ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে আপনি হয়তো ‘অর্গানিক মাকা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাস্ট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিক রোগীদের চিকিৎসার জন্য ‘ডায়াকোর্স’ ফরমাশ দিয়েছিলেন। বিদেশি পণ্য ভেবে যাচাই-বাছাই ছাড়াই যে পণ্যগুলো কিনছেন—একটি চক্র দীর্ঘদিন ধরে এসব পণ্যের নকল তৈরি করে বিক্রি করে আসছিল। এমনই এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগের একটি দল গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মো.
ডিএমপি জানায়, অভিযানে রাজুর বাসা থেকে ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাকা পাউডার’, ৯৫ প্যাকেট ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় ‘গ্যাস্ট্রিক ক্লিয়ার’, ২০টি ‘ডায়াকোর্স’ ট্যাবলেট, ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ ও ‘ডায়াকোর্স’ লেবেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাসা থেকে একটি মুঠোফোন ও একটি ডিজিটাল স্কেলও উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, প্রতারক চক্রটি ফেসবুক পেজে বিদেশি পণ্যের ছবি এবং গুজবনির্ভর স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করত। এসব পণ্যের বিজ্ঞাপন এমনভাবে বানানো হতো, যাতে দেখে মনে হয়, এটি সত্যিকারের আমদানিকৃত বিদেশি ওষুধ বা সাপ্লিমেন্ট। অথচ বাস্তবে পুরান ঢাকার কোনো ভাড়া বাসায় সস্তা উপকরণ দিয়ে বানানোর পর এগুলোতে বসানো হতো বিদেশি কোম্পানির নামের লেবেল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও পেজের মাধ্যমে সেগুলো বিক্রি করা হতো।
ডিবি পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, ‘আমরা ধারণা করছি, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে, যাঁরা সরবরাহ ও প্রচারের দায়িত্বে আছে। তাদের শনাক্তে অভিযান চলছে।’
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষায় এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অনলাইনে ওষুধ কেনার আগে জনগণকে সচেতন হওয়ার অনুরোধ করছি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন নায়িকা
সম্প্রতি মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার। মণিরত্নম পরিচালিত এ ছবিতে কমল হাসান ছাড়া আছেন সিলবারাসন, অভিরামী, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষা কৃষ্ণানসহ অনেকে। ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে তৃষা আর কমল হাসানের মধ্যে রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে জবাব দিয়েছেন তৃষা। আর এই দক্ষিণি নায়িকা স্পষ্ট জানিয়েছেন যে এসব সমালোচনায় তাঁর কোনো যায়–আসে না।
৩৮ বছর পর বড় পর্দায় আসতে চলেছেন ‘নায়কন’ ছবির সেই জাদুকরি জুটি কমল হাসান ও মণিরত্নম। ‘থাগ লাইফ’ ছবির লেখক ও প্রযোজকও কমল হাসান। লেখালেখির কাজে তাঁকে সহায়তা করেছেন মণিরত্নম। ৭০ বছর বয়সী কমল হাসানের সঙ্গে ৪২-এর তৃষার পর্দায় রোমান্স নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ প্রসঙ্গে তৃষা বলেছেন, ‘যখন উনি (কমল হাসান) এ ছবির ঘোষণা করেছিলেন, আমি তখনই জানতাম, এমন কিছু হতে চলেছে। আর আমি তখন এই ছবির জন্য স্বাক্ষর পর্যন্ত করিনি।’
গতকাল মুম্বাইয়ে ‘থাগ লাইফ’ ছবির হিন্দি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তৃষা ও কমল হাসান। এএনআই