বিকেএসপিতে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স, থাকা–খাওয়া ফ্রি
Published: 24th, May 2025 GMT
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স–২০২৫ কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেএসপির অভিজ্ঞ দেশি ও বিদেশি প্রশিক্ষক, ক্রীড়া বিজ্ঞানীরা ও সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা এই কোর্সগুলো পরিচালনা করবেন।
প্রোগ্রামের বিবরণ১. কোর্সের বিষয়: আর্চারি, সাঁতার, কারাতে ও ভলিবল।
২.
কোর্সের সময়: ১৩–৩০ জুন ২০২৫ পর্যন্ত।
৩. প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা১. খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতা: আন্তর্জাতিক বা জাতীয় বা আন্তবাহিনী বা স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস বা ডিগ্রি পাস।
৩. ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।
৪. তত্ত্বীয় ও ব্যবহারিক সব ক্লাসে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ প্রকল্পে ‘অব্যবস্থাপনা’, কমছে শিক্ষার্থী ৭ ঘণ্টা আগেবিস্তারিত তথ্য১. কোর্সের প্রকৃতি: আবাসিক। থাকা–খাওয়া ও প্রাথমিক চিকিৎসার সুবিধা বিকেএসপি থেকে প্রদান করা হবে। খেলার যাবতীয় সামগ্রী ও পোশাক প্রার্থী নিজে নিয়ে আসবেন।
২. কোর্স ফি ও পোশাক বাবদ দুই হাজার টাকা। নির্বাচিত প্রার্থী বিকেএসপিতে যোগদানের সময় নগদ প্রদান করবেন।
৩. সংশ্লিষ্ট সব ক্রীড়া ফেডারেশন বা সব জেলা ক্রীড়া সংস্থা বা বিশ্ববিদ্যালয় বা সার্ভিসেস বা কলেজ বা স্কুল বা ক্লাব থেকে সর্বোচ্চ দুই প্রার্থীর (পুরুষ অথবা নারী) আবেদন করার সুযোগ রয়েছে।
আবেদন করা প্রার্থীদের সনদ যাচাই করে যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে মেধা অনুযায়ী প্রার্থীকে কোর্সের জন্য মনোনয়ন দেওয়া হবে এবং প্রার্থীর দেওয়া মুঠোফোন নম্বরে জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bksp.gov.bd
আরও পড়ুনআইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে মাসিক হাতখরচও২২ মে ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়।
এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে সম্পূরক বিষয়ে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য কিনা, বাস্তবায়নযোগ্য হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব বা সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ দফাওয়ারী মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বৈঠকে। খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এছাড়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।