বিকেএসপিতে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স, থাকা–খাওয়া ফ্রি
Published: 24th, May 2025 GMT
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স–২০২৫ কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেএসপির অভিজ্ঞ দেশি ও বিদেশি প্রশিক্ষক, ক্রীড়া বিজ্ঞানীরা ও সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা এই কোর্সগুলো পরিচালনা করবেন।
প্রোগ্রামের বিবরণ১. কোর্সের বিষয়: আর্চারি, সাঁতার, কারাতে ও ভলিবল।
২.
কোর্সের সময়: ১৩–৩০ জুন ২০২৫ পর্যন্ত।
৩. প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা১. খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতা: আন্তর্জাতিক বা জাতীয় বা আন্তবাহিনী বা স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস বা ডিগ্রি পাস।
৩. ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।
৪. তত্ত্বীয় ও ব্যবহারিক সব ক্লাসে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ প্রকল্পে ‘অব্যবস্থাপনা’, কমছে শিক্ষার্থী ৭ ঘণ্টা আগেবিস্তারিত তথ্য১. কোর্সের প্রকৃতি: আবাসিক। থাকা–খাওয়া ও প্রাথমিক চিকিৎসার সুবিধা বিকেএসপি থেকে প্রদান করা হবে। খেলার যাবতীয় সামগ্রী ও পোশাক প্রার্থী নিজে নিয়ে আসবেন।
২. কোর্স ফি ও পোশাক বাবদ দুই হাজার টাকা। নির্বাচিত প্রার্থী বিকেএসপিতে যোগদানের সময় নগদ প্রদান করবেন।
৩. সংশ্লিষ্ট সব ক্রীড়া ফেডারেশন বা সব জেলা ক্রীড়া সংস্থা বা বিশ্ববিদ্যালয় বা সার্ভিসেস বা কলেজ বা স্কুল বা ক্লাব থেকে সর্বোচ্চ দুই প্রার্থীর (পুরুষ অথবা নারী) আবেদন করার সুযোগ রয়েছে।
আবেদন করা প্রার্থীদের সনদ যাচাই করে যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে মেধা অনুযায়ী প্রার্থীকে কোর্সের জন্য মনোনয়ন দেওয়া হবে এবং প্রার্থীর দেওয়া মুঠোফোন নম্বরে জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bksp.gov.bd
আরও পড়ুনআইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে মাসিক হাতখরচও২২ মে ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫