নামের শেষে ‘পাক’ থাকায় সন্দেশের নাম বদলে দিলো ভারতীয়রা
Published: 24th, May 2025 GMT
‘মাইসোর পাক’ সন্দেশের নাম বদলে ‘মাইসোর শ্রী’ হিসাবে বিক্রি করতে শুরু করেছেন ভারতের অনেক মিষ্টি বিক্রেতা। রাজস্থানের জয়পুরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে। এর ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তানে হামলা চালায় ভারত। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।
পিটিআই জানিয়েছে, অনেক মিষ্টি বিক্রেতাই চাইছেন ‘পাক’ শব্দটি বাদ যাক সন্দেশের থেকে। শুধু মাইসোর পাকই নয়, আরো যে মিষ্টান্নের নামের সঙ্গে ‘পাক’ জুড়ে রয়েছে সেগুলোরও নাম বদলে ফেলতে চাইছেন জয়পুরের মিষ্টান্ন বিক্রেতারা। এমন অন্তত তিনটি মিষ্টির নামের শেষাংশ থেকে ‘পাক’ বাদ দিয়ে ‘শ্রী’ যোগ করেছেন তারা।
জয়পুরের এক মিষ্টান্ন বিক্রেতা অঞ্জলি জৈন পিটিআইকে বলেন, “দেশপ্রেমের ভাবনা শুধুমাত্র আন্তর্জাতিক সীমান্তেই নয়, ভারতের প্রতিটি বাড়িতে, প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে থাকা উচিত। পহেলগামের ঘটনার পরে আমরা কেউই খুশি নই। মিষ্টির নামবদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারাও।”
অপর এক মিষ্টান্ন বিক্রেতা বিনীত ত্রিকারের বলেন, “আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই। যারা ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাবে, তাদের নাম মুছে ফেলা হবে। প্রত্যেক ভারতীয় নিজের মতো করে প্রতিবাদ জানাবে। আমাদের এই মিষ্টি (নামবদল) একটি প্রতীকী বদলা।”
বস্তুত, মাইসোর পাক সন্দেশে ‘পাক’ শব্দের সঙ্গে আক্ষরিক অর্থে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। মাইসোর পাক সন্দেশের ‘পাক’ শব্দটি এসেছে কন্নড় শব্দ ‘পাকা’ থেকে, যার অর্থ একটি ঘন মিষ্টি তরল। কর্নাটকের মহীশূরে এই মিষ্টান্ন প্রথম তৈরি হয়েছিল বলে নাম ‘মাইসোর পাক’। মহীশূরের রাজপ্রাসাদের রান্নাঘরে এই মিষ্টান্ন প্রথম তৈরি হয়েছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইতালি ক্রিকেট বিশ্বকাপে
ফুটবলের দেশ হিসেবেই ইতালি বিশ্বে বেশি পরিচিত। চারটি বিশ্বকাপ তারা জিতেছে। যদিও তাদের ফুটবলে এখন ভাটার টান! সেই জায়গাটাই দখল করতে যাচ্ছে ইতালির জাতীয় ক্রিকেট দল। দেশটির এখন বড় পরিচয়,তারা প্রথমবারের মতো ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ হারলেও নেট রান রেট ভালো থাকায় ইতালি চলে গেছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্তম ফরম্যাটের বিশ্বকাপে।
যা নিশ্চিতভাবেই তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। ইতালির সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।
আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে এগিয়ে গিয়েছিল ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে বড় হার এড়াতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। তাদের প্রত্যাশা মতোই সব কাজ হয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান করে। জবাবে নেদারল্যান্ডস ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জয় পায় ৯ উইকেটে।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। তারা শীর্ষে থেকেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। ইতালির সমান ম্যাচে পয়েন্ট ৫। সমান ম্যাচে জার্সিরও পয়েন্ট ৫। পিঠাপিঠি অবস্থান তাদের। তবে জার্সির (০.৩০৬) চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় ইতালির (০.৬১২) বিশ্বকাপের ভাগ্য খুলেছে।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ দল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ইষ্ট-এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে তিনটি এবং আফ্রিকা অঞ্চল থেকে দুটি দল সামনে নির্বাচিত হবে।
ঢাকা/ইয়াসিন