মশা কি সবাইকে কামড়ায়? অনেকেই উত্তর দেবেন, না। কারণ, একসঙ্গে অনেক মানুষ অবস্থান করলেও নির্দিষ্ট কিছু মানুষকে বেশি কামড়ে থাকে মশা। এর কারণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রকেফেলার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যেসব মানুষের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাঁদের মশা বেশি কামড়ে থাকে বলে এক গবেষণায় দেখেছেন তাঁরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ত্বকের গন্ধের কারণে নির্দিষ্ট ব্যক্তিদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়ে থাকে। যদিও মশা কেন এই রাসায়নিক বস্তুর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়, তা এখনো স্পষ্ট নয়। তবে এই গবেষণার তথ্য কার্যকর মশানিরোধক তৈরিতে সহায়তা করতে পারে।
সেল জার্নাল সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, যেসব মানুষের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাঁরা স্ত্রী এডিস মশার কাছে ১০০ গুণ বেশি আকর্ষণীয়। এই মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া, হলুদ জ্বর ও জিকার মতো রোগের বিস্তারের জন্য দায়ী। গবেষণায় অংশগ্রহণকারীদের ত্বক থেকে প্রাকৃতিক গন্ধ সংগ্রহ করা হয়। পরে তা দুটি পৃথক ফাঁদের দরজার পেছনে রাখা হয় মশাকে আকর্ষণ করার জন্য।
গবেষণা ফলাফলের বিষয়ে বিজ্ঞানী লেসলি ভোশালের বলেন, মশা বিশেষভাবে একটি নমুনার প্রতি আকৃষ্ট হয়েছে। রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে, অনেকের ত্বকে অ্যাসিডের নির্গমনের হার বেশি। তাঁদের ত্বকে বেশি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। মশা মানুষের ত্বকের কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চমাত্রার গন্ধে আকৃষ্ট হয়।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র বক স ল ক অ য স ড র ত বক
এছাড়াও পড়ুন:
ইতালি ক্রিকেট বিশ্বকাপে
ফুটবলের দেশ হিসেবেই ইতালি বিশ্বে বেশি পরিচিত। চারটি বিশ্বকাপ তারা জিতেছে। যদিও তাদের ফুটবলে এখন ভাটার টান! সেই জায়গাটাই দখল করতে যাচ্ছে ইতালির জাতীয় ক্রিকেট দল। দেশটির এখন বড় পরিচয়,তারা প্রথমবারের মতো ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ হারলেও নেট রান রেট ভালো থাকায় ইতালি চলে গেছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্তম ফরম্যাটের বিশ্বকাপে।
যা নিশ্চিতভাবেই তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। ইতালির সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।
আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে এগিয়ে গিয়েছিল ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে বড় হার এড়াতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। তাদের প্রত্যাশা মতোই সব কাজ হয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান করে। জবাবে নেদারল্যান্ডস ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জয় পায় ৯ উইকেটে।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। তারা শীর্ষে থেকেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। ইতালির সমান ম্যাচে পয়েন্ট ৫। সমান ম্যাচে জার্সিরও পয়েন্ট ৫। পিঠাপিঠি অবস্থান তাদের। তবে জার্সির (০.৩০৬) চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় ইতালির (০.৬১২) বিশ্বকাপের ভাগ্য খুলেছে।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ দল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ইষ্ট-এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে তিনটি এবং আফ্রিকা অঞ্চল থেকে দুটি দল সামনে নির্বাচিত হবে।
ঢাকা/ইয়াসিন